Advertisement
Advertisement

আজান শুনতে ভালই লাগে, সোনুর টুইট বিতর্কে এবার সরব কঙ্গনা

বিতর্কে নয়া মাত্রা...

Now Kangna Ranaut joins Sonu Nigam on Azaan Row
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 22, 2017 9:53 am
  • Updated:October 7, 2019 6:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান বিতর্কে গায়ক সোনু নিগমের পাশে এসে দাঁড়িয়েছিল বলিপাড়ার একাংশ৷ কেউ কেউ অবশ্য সোনুর বক্তব্যের সঙ্গে সহমত হননি৷ এবার সোনুকে সমর্থন জোগালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ জানালেন, আজান শুনতে তাঁর ভালই লাগে৷ তবে সোনু যা বলেছেন তাও বিবেচনা করা উচিত বলেই মনে করেন তিনি৷

এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত ঐশ্বর্য  ]

Advertisement

ধর্মস্থানে লাউড স্পিকারের ব্যবহার নিয়ে মুখ খুলেছিলেন সোনু৷ তবে সব ছাপিয়ে আজানই বেশি গুরুত্ব পেয়ে যায়৷ তার জেরে জারি হয় ফতোয়া৷ নজিরবিহীনভাবে মাথা কামিয়ে তার জবাবও দিয়েছেন সোনু৷ এবার সে প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত৷ কিছুদিন আগেই সোনুর মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও সামনে এনেছিলেন নেটিজেনরা৷ সেখানে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ভোপালে থাকার সময় তাঁর সবথেকে ভাল লাগত আজানের শব্দ৷ সন্ধের সময় একসঙ্গে অনেক মসজিদ থেকে আজান ভেসে আসত৷ সূর্যাস্তের সেই মুহূর্তটা ছিল তাঁর সবথেকে প্রিয়৷ এই ভিডিও দাখিল করেই অনেকে বলেছিলেন, সোনুর এ থেকে শিক্ষা নেওয়া উচিত৷ কঙ্গনাও জানালেন, আজানের শব্দ শুনতে তাঁর ভালই লাগে৷ তাঁর স্মৃতিতে ঘোরাফেরা করছে ‘তনু ওয়েডস মানু’ ছবির শুটিংয়ের স্মৃতি৷ সে সময় তিনি ছিলেন লখনউয়ে৷ শুটিং করতে করতেই পেতেন আজানের শব্দ৷ এবং সে শব্দ ভালই লাগত তাঁর৷ কঙ্গনার মতে মসজিদ হোক বা গুরুদ্বার, গীতাপাঠ হোক বা আজান- যে কোনও ধর্মীয় স্থান ও রীতিই তাঁর পছন্দের৷ তবে সেটা একান্তই তাঁর নিজের বিশ্বাস৷ অন্য কারও বিশ্বাস সম্পর্কে তিনি বলতে পারবেন না৷ তবে সোনু যা বলছেন, যে বিষয়টি তুলে আনতে চাইছেন, তাও শোনা উচিত ও বিবেচনা করা উচিত বলেই মনে করছেন অভিনেত্রী৷ তাঁর মতে, প্রত্যেকর মতামত বিশ্বাস আলাদা৷ আর তাই তিনি আজানের শব্দ শুনতে ভালবাসেন বলেই সোনু যা বলেছেন, তা শোনা উচিত নয় এমনটা মনে করেন না৷ বরং সোনুর মতামতকেও শ্রদ্ধা জানানো উচিত বলেই মত অভিনেত্রীর৷

[ জানেন, কেন এই অ্যাওয়ার্ড সেরিমোনিতে উপস্থিত থাকবেন আমির? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement