Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

OMG! শাহরুখ নয়, হিমেশ রেশমিয়ার নায়িকা হতে বেশি আগ্রহী দীপিকা!

কেন এমন ইচ্ছে বলিউডের 'মস্তানি'র?

Not Shah Rukh Khan, Deepika Padukone was Desperately Wanted To Sign A Film Opposite Himesh Reshammiya! | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 31, 2024 11:14 am
  • Updated:January 31, 2024 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ হোক বা ‘জওয়ান’, শাহরুখের ভরসা দীপিকা (Deepika Padukone)। কিং খানের হাত ধরেই বলিউডে সফর শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু শাহরুখের থেকে বেশি হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করতে চান তিনি! নিজের এক সাক্ষাৎকারে হিমেশের সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন বলিউডের ‘মস্তানি’।

Deepika-Himesh-SRK

Advertisement

কিন্তু হিমেশই কেন? গল্প ‘ওম শান্তি ওম’ সিনেমার মুক্তির আগের। ২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’ গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ। সে সময় যেকোনও অনুষ্ঠান বা পুজোর মণ্ডপে তাঁরই গান বাজত। ‘আপকা সুরুর’ নামের ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন হিমেশ। যার ‘নাম তেরা’ গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা।

[আরও পড়ুন: ]

সেই সময় দীপিকা শুধুই একজন মডেল ছিলেন। অভিনয়ের কিছুই জানতেন না। কিন্তু হিমেশ তার উপরই ভরসা রেখেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ এখনও দীপিকার রয়েছে। রিয়ালিটি শোয়ে এসেও সেকথা জানিয়েছেন তিনি। এমনকী ২০১০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি যদি কখনও হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই তাহলে অবশ্যই গ্রহণ করব।”

Deepika-Himesh

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই সিনেমা হলে মুক্তি পেয়েছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’। আড়াইশো কোটি বাজেটের সিনেমা এখনও পর্যন্ত ২১৬ কোটি টাকার ব্যবসা করেছে। আগামীতে দীপিকার রিলিজ লিস্টে রয়েছে ‘Kalki 2898 AD’ ও ‘সিংহম এগেইন’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

[আরও পড়ুন: প্রতারিত সলমন খান! কোন ফাঁদে পড়লেন বলিউডের সুলতান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement