Advertisement
Advertisement

Breaking News

Shruti Haasan

ইডলি, ধোসা বলে দক্ষিণ ভারতীয়দের কটাক্ষ! নেটিজেনকে তুলোধনা শ্রুতি হাসানের

কড়া ভাষায় জবাব দিয়েছেন অভিনেত্রী।

Not ok to call us ‘idly sambar dosa’, actress Shruti Haasan schools Netizen
Published by: Suparna Majumder
  • Posted:June 21, 2024 7:15 pm
  • Updated:June 21, 2024 9:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় তারকাদের প্রশ্নোত্তর পর্ব চলতেই থাকে। শ্রুতি হাসানও (Shruti Haasan) তেমনটাই করছিলেন। আচমকাই অযাচিত কথা বলে বসেন নেটিজেন। তাতেই ক্ষিপ্ত হয়ে যান কমল হাসানের বড় মেয়ে। সোশাল মিডিয়াতেই নেটিজেনকে কড়া জবাব দিয়েছেন তিনি।

Shruti

Advertisement

“গাড়ির মধ্যে আটকে রয়েছি, আমায় কোনও বোকা বোকা প্রশ্ন করো”, এমনটাই লিখেছিলেন শ্রুতি। তাতেই নেটিজেন লেখেন, “দক্ষিণ ভারতীয় কায়দায় কিছু একটা বলুন।” এতেই চটে যান শ্রুতি। অভিনেত্রী লেখেন, “আচ্ছা… এটা হল মাইক্রো রেসিজম আর আমাদের তাকিয়ে যখন আপনারা ইডলি, ধোসা, সাম্বর বলতে থাকে তা মোটেও ঠিক নয়। আমাদের নকল করা সম্ভব নয়, তাই চেষ্টাও করবেন না। বিষয়টা হাস্যকর হবে।”

Advertisement

Shruti-Haasan-Insta-Story

[আরও পড়ুন: ‘রহমান স্যরের সঙ্গে কাজের স্বপ্ন দেখি’, বিশ্ব সঙ্গীত দিবসে মনের কথা জানালেন মধুবন্তী]

‘ইডলি, ধোসা’র প্রসঙ্গ তুলে নেটিজেনকে একহাত নিয়েছেন শ্রুতি। আর এতেই ফিরেছে রামচরণের স্মৃতি। ঘটনা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জামনগরের প্রি-ওয়েডিংয়ের। সেখানে ‘ওয়ে ইডলি!’ বলে রামচরণকে সম্বোধন করেছিলেন শাহরুখ খান। বাদশার ডাক শুনে দ্রুত স্টেজে উঠে পড়েছিলেন দক্ষিণী তারকা। নেচেছিলেন ‘নাটু নাটু’ গানে। তবে নেটিজেনরা কিং খানের এই সম্বোধনকে মোটেও ভালোভাবে নেননি। অনেকেই একে ‘জাতি বিদ্বেষী’ তকমা দিয়েছিলেন।

 

এই ঘটনায় আবার প্রবল ক্ষিপ্ত হয়েছিলেন রামচরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান। তীব্র প্রতিবাদ করে আম্বানির পার্টি ছেড়ে চলে যান তিনি। জেবার কথায়, “আমি শাহরুখের বিশাল ভক্ত, তবে তিনি যেভাবে মঞ্চে রাম চরণকে ইডলি বলেছিলেন, তা আমার একেবারে ভালো লাগেনি।”

[আরও পড়ুন: বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাক! মাত্র ৩৬ বছরে মৃত্যু সোশাল মিডিয়া তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ