Advertisement
Advertisement
Kerala HC

‘সিনেমা রিলিজের ৪৮ ঘণ্টার মধ্যে রিভিউ নয়’, প্রস্তাব কেরল হাই কোর্টের

সিনেমার স্বার্থে নজিরবিহীন প্রস্তাব আদালতের উপদেষ্টার।

'No film review within 48 hours of release': Kerala HC amicus curiae
Published by: Sandipta Bhanja
  • Posted:March 14, 2024 4:43 pm
  • Updated:March 14, 2024 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার স্বার্থে কেরল হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। আর সেই তর্কযুদ্ধেই এবার নয়া মোড়! সিনেমা রিলিজের ৪৮ ঘণ্টার মধ্যে কোনওরকম রিভিউ না করার প্রস্তাব দিল কেরল উচ্চ আদালত। সেখানে সাফ বলা হয়েছে যে, ফিল্ম রিভিউয়ের উদ্দেশ্যই হচ্ছে জনগণকে সচেতন করে তোলা কিংবা তাঁদের কাছে বার্তা পৌঁছে দেওয়া। কখনোই কারো ক্ষতিসাধন করা কিংবা জনসাধারণের কাছ থেকে জোরজুলুম করে টাকাপয়সা আদায় করা নয়। সেই পিটিশনের প্রেক্ষিতেই কেরালা হাইকোর্ট এক উপদেষ্টা নিয়োগ করেছিল। তার ভিত্তিতেই প্রস্তাব দেওয়া হয়েছে যে, কোনও ফিল্ম রিভিউ রিলিজের ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশিত হওয়া উচিত নয়। এতে দর্শকদের নিজস্ব একটা মতামত বা দৃষ্টিভঙ্গি তৈরি হবে।

যেহেতু ফিল্ম রিভিউ পড়েই সিংহভাগ দর্শক কোনও সিনেমা দেখবেন কিনা ঠিক করেন, সেই প্রেক্ষিতেই ভালো কিংবা খারাপ রিভিউয়ের উপরই নির্ভর করে ছবির ব্যবসা। কেরল হাই কোর্টের উপদেষ্টা শ্যাম পদ্মনের বক্তব্য, “সিনেমা নিয়ে যেমস্ত নেতিবাচক রিভিউ বের হয়, সেগুলোর জন্য নির্মাতারা প্রস্তুত থাকেন না। তাই ‘রিভিউ বম্বিং’ বন্ধ করার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল থাকা জরুরী। এরকম বহু ব্লগাররা রয়েছেন, যাঁরা নিজেদের ইচ্ছেমতো কোনও সিনেমার নেগেটিভ রিভিউ করেন অতিরিক্ত মুনাফা লাভের আশায়।”

Advertisement

[আরও পড়ুন: যাদবপুরে ভোট প্রচারের শেষে ক্লান্ত শরীরে গান ধরলেন সায়নী, দেখুন ভিডিও]

শ্যাম পদ্মন এও সংযোজন করেন যে, “রিভিউয়ে গঠনমূলক সমালোচনা করা উচিত। কোনওরকম কুরুচিকর বা অপমানজনক শব্দ ব্যবহার করা উচিত নয়। কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা উচিত সমালোচকদের।” আদালতে এই বিষয়টিও মাথায় রাখা হয়েছে যে, সম্প্রতি মারাত্মক বিতর্ক কিংবা নেগেটিভ রিভিউ হওয়া সত্ত্বেও বেশ কিছু সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে।

[আরও পড়ুন: প্রাক্তন কিরণকে পাশে নিয়েই জন্মদিন পালন আমির খানের, খাওয়ালেন কেকও, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement