Advertisement
Advertisement

Breaking News

Vijay Babu

কোনও আইনি ব্যবস্থা নয়! ধর্ষণে অভিযুক্ত দক্ষিণী তারকা বিজয় বাবুর পাশেই ফিল্ম কমিটি

গত ২২ এপ্রিল বিজয় বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

No disciplinary action against rape-accused Vijay Babu, says AMMA
Published by: Akash Misra
  • Posted:May 3, 2022 1:05 pm
  • Updated:May 3, 2022 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকার বিরুদ্ধে নেওয়া হবে না কোনও আইনি ব্যবস্থা। মঙ্গলবার সাফ জানিয়ে দিল ‘দ্য অ্যাসোসিয়েশন অফ মালায়ালম মুভি আর্টিস্ট’। এই কমিটির তরফ থেকে জানান হল, ‘শুধুমাত্র একটা অভিযোগের ভিত্তিতে কমিটি থেকে বার করা যাবে না। তার জন্য দু’পক্ষের কথাই শোনা দরকার। এক পক্ষ শুনে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। কমিটির নিয়ম মেনে চলতে হবে।’

ধর্ষণের অভিযোগে তোলপাড় মালয়ালম সিনেমা জগৎ। অভিনেতা-প্রযোজক বিজয় বাবুর (Vijay Babu) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক অভিনেত্রী। কোচি থানায় দায়ের হয়েছে অভিযোগ। ফেসবুক লাইভে নিজেকে নির্দোশ বলে দাবি করেছেন দক্ষিণী তারকা। তিনিই বরং হেনস্তার শিকার, এমনটাই জানিয়েছেন ফেসবুক লাইভে।

Advertisement

গত ২২ এপ্রিল বিজয় বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তাঁর দাবি, সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে তাঁর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন বিজয় বাবু। এমনকী, কোচির ফ্ল্যাটে ডেকে ধর্ষণ করার অভিযোগও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা নথিভূক্ত করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘ফেলুদার গোয়েন্দাগিরি’তে জমজমাট দার্জিলিং, গোয়েন্দা হতে টোটাকে ‘টোটকা’ সৃজিতের]

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে অভিনেত্রীর নাম উল্লেখ করে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজয় বাবু। তিনি জানান, ২০১৮ সাল থেকে ওই উঠতি অভিনেত্রীকে চেনেন। অডিশন নেওয়ার পর নিজের প্রযোজনায় তৈরি সিনেমায় অভিনয়ের সুযোগও দিয়েছেন। কিন্তু সেই মেয়েই আজ মিথ্যে কথা বলে তাঁর সম্মানহানি করার চেষ্টা করছে।

বিজয় বাবুর দাবি, তিনিই হেনস্তার শিকার হয়েছেন। তাঁকে একাধিক মেসেজ পাঠিয়েছেন ওই অভিনেত্রী। সেখানে নিজেকে মানসিক অবসাদের শিকার হিসেবে দাবি করেছেন। এমন মেসেজের প্রায় চারশো স্ক্রিনশট দেখাতে পারেন বলেই দাবি করেছেন বিজয়বাবু। গত দেড় বছরে ওই অভিনেত্রীকে একটি মেসেজও পাঠাননি বলে জানান তিনি।

বিজয় জানান, তিনি এখানে প্রতারিত। এভাবে ভিন্ন ‘মি টু’ (Me Too) আন্দোলনের সময় এসে গিয়েছে। এমন অপচেষ্টা কিছুতেই বরদাস্ত করবেন না বলেই জানান বিজয় বাবু। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত মাসে এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগে কেরলের প্রযোজক লিজু কৃষ্ণাকে গ্রেপ্তার করা হয়। তারপরই লিজুকে নিষিদ্ধ ঘোষণা করে ফিল্ম এমপ্লইজ ফেডারেশন অফ কেরালা (FEFKA)।

[আরও পড়ুন: মিমির সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী! ভিডিও শেয়ার করে খুশির জোয়ারে ভাসলেন অভিনেত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement