Advertisement
Advertisement

Breaking News

Nitin Desai

নীতীন দেশাইয়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! FIR দায়ের ঋণদাতা সংস্থার ৫ জনের বিরুদ্ধে

অভিযোগ দায়ের করেছেন নীতীন দেশাইয়ের স্ত্রী নেহা দেশাই।

Nitin Desai Suicide: FIR Against Edelweiss Group Chairman, 4 Others, firm clarifies | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 5, 2023 11:46 am
  • Updated:August 5, 2023 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের উপমুখ‌্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বিধানসভায় নীতীন দেশাইয়ের মৃত্যুর নেপথ্যে ঋণদাতা সংস্থা এডেলওয়েসিস অ‌্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। নীতীনের আর্থিক উপদেষ্টাকেও জেরার জন‌্য সমন পাঠানো হয়েছিল। এবার মুম্বইয়ের জনপ্রিয় আর্ট ডিরেক্টরের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! এফআইআর দায়ের হল ঋণদাতা সংস্থার ৫ জনের বিরুদ্ধে।

এডেলওয়েসিস অ‌্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি চেয়ারম্যান রাশেস শাহ, কেউর মেহেতা, স্মিথ শাহ, আরকে বনশাল এবং জিতেন্দ্র কোটরির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা), ৩৪ (সাধারণ উদ্দেশ্য)- এই ধারায় খালাপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন নীতীন দেশাইয়ের স্ত্রী নেহা দেশাই।

Advertisement

সেই অভিযোগনামায় দাবি করা হয়েছে, নীতীন দেশাইয়ের স্টুডিও যখন রমরমিয়ে চলছিল, তখন এডেলওয়েসিস অ‌্যাসেট রিকনস্ট্রাকশন সংস্থার তরফেই তাঁর কাছে বিরাট অঙ্কের লোন দেওয়ার প্রস্তাব আসে। পরে কোভিড-কালীন লকডাউনে যখন নীতীনের ব্যবসার হাল পড়ে যায়, তখন ওই সংস্থা টাকা শোধ করার জন্য মারাত্মক চাপ দিতে থাকে তাঁকে। যদিও ওই সংস্থার দাবি, কোনওরকম চাপ দেওয়া হয়নি টাকা শোধ করার জন্য। পালটা ওই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে নীতীনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তাঁরা।

প্রসঙ্গত, ‘লগান’, ‘যোধা আকবর’ খ‌্যাত নীতিনের ময়নাতদন্তের রিপোর্টে, ২৫২ কোটি টাকা ঋণের বোঝায় জর্জরিত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত‌্যাকেই মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। অন‌্যদিকে বুধবার আত্মহত‌্যার আগে ১১টি অডিও মেসেজ রেকর্ড করেছিলেন নীতীন। সেই অডিও রেকর্ডার ফরেনসিক ল‌্যাবরেটরিতে পরীক্ষার জন‌্য পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছিল, যাদের চাপে তিনি মর্মাহত হয়েছিলেন তাঁদের নাম ওই অডিও বার্তায় উল্লেখ আছে। তবে ফরেনসিক ল‌্যাব থেকে রিপোর্ট এসে না পৌঁছনো পর্যন্ত নাম প্রকাশ করা হবে না। এবার প্রয়াত আর্ট ডিরেক্টরের স্ত্রী নেহা ঋণদাতা সংস্থার পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। 

[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! নুসরতের কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে মুখ খুললেন স্বামী যশ]

গতবছর এনডি স্টুডিওর মালিক নীতীন ২৫২ কোটির সেট সংক্রান্ত একটি মামলা ন‌্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে হেরে গিয়েছিলেন। ৫২ একরজুড়ে স্টুডিও বানানোর ঋণের বোঝা ১৮০ কোটি টাকা থেকে বাড়তে বাড়তে ২৫২ কোটিতে পৌঁছেছিল। এই সেটেই শুটিং হয় বিখ‌্যাত টেলিভিশন শো ‘বিগ বস’-এর।

প্রসঙ্গত, মুম্বইয়ের কাছে কারজাটে যে স্টুডিওর ভিতরে , বলিউডের একের পর এক হিট ছবির সেট বানিয়েছিলেন, নিজের তৈরি সেই এনডি স্টুডিওতেই শুক্রবার শেষকৃত‌্য সম্পন্ন হল নীতীন দেশাইয়ের। ছক ভেঙে তাঁর কন্যা মরদেহ বহন করে নিয়ে গেলেন। শেষকৃত্যে পৌঁছে গিয়েছিলেন আমির খান, মধুর ভান্ডারকর, সোনালি কুলকার্নিরা। তবে বলিউডের তরফে আর কোনও তাবড় সেলেবকে দেখা যায়নি নীতীন দেশাইয়ের মতো আর্ট ডিরেক্টরের শেষকৃত্যে।

[আরও পড়ুন: কেন কাঁদতে কাঁদতে শুটিং ছেড়েছিলেন? ঘটনার উলটো দিক নিয়ে এবার ‘বিস্ফোরক’ তৃণা সাহা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement