Advertisement
Advertisement

Breaking News

Nimrat Kaur

অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে নিমরতের জীবনে নতুন সঙ্গী! প্রকাশ্যে ছবি

আজকাল এই সঙ্গীর সঙ্গেই চায়ের আড্ডায় দেখা করছেন নিমরত।

Nimrat Kaur new instagram post goes viral
Published by: Akash Misra
  • Posted:December 4, 2024 8:03 pm
  • Updated:December 4, 2024 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কউরের নাম জুড়ে বলিউডের গুঞ্জনপাড়া রোজই উত্তাল হচ্ছে। তবে এই প্রেম গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত কেউই মুখ খুলছেন না। বরং প্রশ্ন উঠলেই এড়িয়ে যাচ্ছেন এসব বিতর্ক। ঠিক এরই মাঝে নিমরত সোশাল মিডিয়া পোস্ট করলেন তাঁর নতুন সঙ্গীর ছবি। যার সঙ্গেই আজকাল বিকেলে চায়ের আড্ডা জমছে অভিনেত্রীর! কে এই নিমরতের নতুন সঙ্গী?

নিমরত তাঁর ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, বিড়ালের সঙ্গে বসে রয়েছেন তিনি। আর সেই পোস্টেই লিখলেন, ”বাড়ি ফিরলাম। চায়ের সঙ্গীর সঙ্গে বসে রয়েছি।”

Advertisement

অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়! এর মাঝেই নতুন গুঞ্জন, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর (Nimrat Kaur)! এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। তাঁর জন্যেই কি জুনিয়র বচ্চন দম্পতির সংসারে অশান্তি? জল্পনা তুঙ্গে। নেটপাড়াতেও ঐশ্বর্য রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে ট্রোল-মিমের পাহাড়। অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙার জন্যে অনেকেই নিমরতকে দায়ী করেছেন!

Nimrat Kaur New Copanion

সদ্য, ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা মুখে না আনলেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।” পাশাপাশি সিঙ্গল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, “অভিষেক বর্তমানে অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছেন। অন্যদিকে তাঁর ছবির প্রচারও চলছে। সম্ভবত সেই জন্যই এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরত কৌরের অন্তত এগিয়ে আসা উচিত। তবে এটা বলতে পারি, এটা একেবারেই ভুয়ো খবর। ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।” এমন আবহেই নিমরত কৌর জানিয়ে দিলেন যে তিনি ‘সিঙ্গল’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement