Advertisement
Advertisement
Nilanjanaa Sengupta

যিশুর সঙ্গে তিক্ততার জল্পনার মাঝেই নীলাঞ্জনার পোস্টে ডিভোর্সের উল্লেখ!

ইনস্টা স্টোরিতে জীবন বোধ নিয়ে বার্তা দিতে গিয়ে কী লিখলেন নীলাঞ্জনা?

Nilanjanaa Sengupta posts Instagram story amid rumors of tension with Jisshu Sengupta
Published by: Suparna Majumder
  • Posted:November 19, 2024 9:18 am
  • Updated:November 19, 2024 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সম্পর্কের তিক্ততা নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন। সোশাল মিডিয়ায় নিজের নাম থেকে সেনগুপ্ত পদবী বাদ দিয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক। সেই থেকেই দুজনের মনোমালিন্যের জল্পনা তুঙ্গে। বিষয়টি নিয়ে যিশু ও নীলাঞ্জনা এখনও পর্যন্ত সরাসরি কোনও কথা বলেননি। তবে নীলাঞ্জনার পোস্টে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য থাকে। এবার জীবন বোধ নিয়ে এমন বার্তা নীলাঞ্জনা শেয়ার করলেন যাতে ডিভোর্সের উল্লেখ রয়েছে।

Jisshu-Nilanjana

Advertisement

ইনস্টা স্টোরিতে এই বার্তা শেয়ার করেছেন নীলাঞ্জনা। যার উপরে লেখা ‘বিশ্বাস’। এর পরই আবার লেখা, ‘কেউ হয়তো ২১ বছরে স্নাতক হয়েছেন কিন্তু ভালো চাকরি পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে। কারও হয়তো শিক্ষাই ছিল না, অথচ মাত্র ২৫ বছর বয়সে লাখপতি হয়ে গিয়েছেন। কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে কিন্তু চিরকালীন প্রেমের সন্ধান পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।’

Nilanjana Insta Story

বেশ কয়েকদিন ধরেই যিশু ও নীলাঞ্জনার (Nilanjanaa Sengupta) সম্পর্কের ভাঙন নিয়ে মুখর টলিপাড়া। রটনা, টলিউডের হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন গুজরাটের কন্যা শিনাল সুর্তি! কর্মসূত্রে শিনাল যিশু সেনগুপ্তর আপ্ত সহায়ক। প্রায় ৫ বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনিই। শুধুই প্রেম নয়, মুম্বইয়ে একসঙ্গে নাকি থাকছেনও যিশু ও শিনাল! এদিকে শোনা এও যাচ্ছে, কলকাতায় এলেও নাকি যিশু নিজের বাড়িতে আর থাকছেন না। 

এদিকে নীলাঞ্জনার সোশাল ওয়ালে দেখা গিয়েছে মন খারাপের কথা। কখনও নিজের পিঠ চাপড়ে কঠিন সময়কে জয় করার পোস্ট ছিল, আবার কখনও বা নীলাঞ্জনা তাঁর কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন নীলাঞ্জনা। তবে টলিউডের ‘পাওয়ার কাপল’ যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনা যেন বিস্ময়কর, বলছেন তাঁদের গুণমুগ্ধরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement