Advertisement
Advertisement

Breaking News

Jisshu Sengupta

‘খাদান’ সাফল্যের মাঝেই ‘প্রতারণা’ নিয়ে পোস্ট নীলাঞ্জনার, যিশুকে খোঁচা?

'খাদান' সাফল্যে উচ্ছ্বসিত যিশু, ইঙ্গিতপূর্ণ পোস্টে খোঁচা নীলাঞ্জনার!

Nilanjana shares cryptic post amid Jisshu Sengupta's Khadaan success
Published by: Sandipta Bhanja
  • Posted:December 22, 2024 3:17 pm
  • Updated:December 22, 2024 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে হিট দেব-যিশুর যুগলবন্দী। বাংলা কমার্শিয়াল সিনেমার প্রত্যাবর্তনে খুশি দুই তারকার অনুরাগীরা। আর সেই আবহেই নীলাঞ্জনার (Nilanjana) পোস্টে ‘প্রতারক’ বলে খোঁচা! নিশানা কি যিশু সেনগুপ্তর (Jisshu Sengupta) দিকেই?

বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি ঘুরে দীর্ঘদিন বাদে টলিউডে বিজয়রথ ছোটালেন যিশু সেনগুপ্ত। বছর দুয়েক আগে ‘বাবা বেবি ও’ সিনেমায় দর্শকদের মন ছুঁয়েছিলেন বটে, তবে এবার খলচরিত্রে বাজিমাত করেছেন ‘খাদান’ (Khadaan) ছবিতে। মুক্তির পয়লা দিন থেকেই যে ছবি রমরমিয়ে ব্যবসা করা শুরু করেছে। বক্স অফিস রিপোর্ট বলছে, দু দিনেই ২ কোটির বেশি আয়। আর সেই সুবাদেই আপাতত ‘খাদান’-এর সাফল্যে মাতোয়ারা যিশু। এসবের মাঝেই নীলাঞ্জনার সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট।
‘প্রতারক’ বলে কি যিশুকেই খোঁচা দিলেন?

Advertisement

সম্পর্কে প্রতারণা নিয়ে যে পোস্ট নীলাঞ্জনা শেয়ার করেছেন, তাতে লেখা- “সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা করা সবথেকে অসম্মানজনক কাজ। আপনি যদি কোনও সম্পর্কে খুশি না থাকেন, তাহলে অন্য আরেকটা সম্পর্ক শুরু করার আগে সেটাতে ইতি টানুন।” মাসখানেক ধরেই যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় ইন্ডাস্ট্রির অন্দরমহলে। একে-অপরের সঙ্গে একছাদের তলাতেও নাকি থাকেন না। নামের পাশ থেকে স্বামীর পদবী মুছে তিনি এখন শুধুই ‘নিনি-চিনিস মাম্মা’।

উল্লেখযোগ্য বিষয়, সম্পর্কে ভাঙন ধরার পর থেকেই মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নীলাঞ্জনা। যদিও তাঁরা দুজনেই নিজেদেরকে নিজেদের মতো গুছিয়ে নিয়েছেন। তবে যিশু-নীলাঞ্জনার দূরত্বের খবরে বেজায় মন ভেঙেছিল অনুরাগীদের। এবার ‘খাদান’ সাফল্যের মাঝেই ফের একবার সম্পর্কে তিক্ততার পোস্ট নীলাঞ্জনার। যদিও যিশুর নামোল্লেখ করেননি তিনি, তবে দুয়ে দুয়ে চার করে নেটিজেনদের প্রশ্ন, ‘খোঁচাটা কি যিশুকেই দিলেন তিনি?’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement