সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দিনে সাড়ে তিন কোটি। বছরশেষের বক্স অফিস জমিয়ে দিয়েছে ‘খাদান’। দেবের পাশাপাশি যিশুও প্রশংসাতেও পঞ্চমুখ দর্শকরা। এদিকে সোশাল মিডিয়ায় একের পর এক বার্তা শেয়ার করে চলেছেন নীলাঞ্জনা। এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে নীলাঞ্জনা শেয়ার করেছিলেন ‘প্রতারণা’ সংক্রান্ত বার্তা। এবারে তাঁর সোশাল মিডিয়ায় শিক্ষা সংক্রান্ত পোস্ট।
কোন শিক্ষা দিলেন ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের অন্যতম প্রযোজক? জীবনের পাঠ। ‘মানুষ দেখে একটা জিনিস শিখেছি… যদি কোনও জিনিস একবার করে ফেলে, তাহলে বারবার করতে থাকে’, এমন বার্তাই শেয়ার করেছেন নীলাঞ্জনা। তাতেই প্রশ্ন, প্রতিবার নিজের এমন পোস্টের মাধ্যমে কি যিশু সেনগুপ্তকেই খোঁচা দিচ্ছেন তিনি?
গোটা টলিপাড়াই রাখে যিশু-নীলাঞ্জনার তিক্ততার খবর। অভিনেতা এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু নীলাঞ্জনা? সরাসরি কিছু না বললেও নীলাঞ্জনার পোস্টে একাধিকবার পাওয়া গিয়েছে অভিমান ও ধিক্কারের ইঙ্গিত। এর আগে যে পোস্টটি নীলাঞ্জনা শেয়ার করেছিলেন তাতে লেখা ছিল, ‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা করা সবথেকে অসম্মানজনক কাজ। আপনি যদি কোনও সম্পর্কে খুশি না থাকেন, তাহলে অন্য আরেকটা সম্পর্ক শুরু করার আগে সেটাতে ইতি টানুন।’
রটনা ছিল, আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিশু সেনগুপ্ত। তার জেরেই এত বছরের দাম্পত্যে ভাঙন। শোনা এও গিয়েছিল, যিশুর ওই আপ্ত সহায়ক অন্তঃসত্ত্বা। কিন্তু এখন আবার জল্পনা, এমন কিছুই হয়নি। নিজের আপ্ত সহায়কের সঙ্গে যিশু সম্পর্কে জড়াননি। ওই মহিলার প্রেমিক রয়েছে। অভিনেতা তাঁকেও চেনেন। শোনা এও যাচ্ছে, কলকাতায় এলে আর নিজের বাড়িতে থাকছেন না যিশু। মেয়েদের নামেই নাকি নিজের যাবতীয় সম্পত্তি লিখে দিয়েছেন তারকা। তিনি এখন দিদির সঙ্গে পুরনো বাড়িতে থাকেন। তবে প্রশ্ন একটাই, এতদিন ধরে এত জল্পনা আর কল্পনা চলছে, যিশু জবাব কেন দিচ্ছেন না? মনে করা হচ্ছে, দুই সন্তানের জন্যই নাকি যিশুর এই নীরবতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.