Advertisement
Advertisement

Breaking News

নুসরত জাহান

স্ত্রীর জন্য ‘গর্বিত’, সোশ্যাল মিডিয়ায় হৃদয়স্পর্শী বার্তা নুসরত-পতি নিখিল জৈনের

সদ্যই তুরস্কের বোদরুমে সাতপাকে বাঁধা পড়েছেন নিখিল-নুসরত৷

Nikhil Jain expresses proud for his wife Nusrat Jahan in social media
Published by: Sayani Sen
  • Posted:June 27, 2019 2:30 pm
  • Updated:June 27, 2019 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের মাটি শক্ত হতে না হতেই কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন নুসরত জাহান৷ রাজনীতির ময়দানে পা রাখামাত্রই মিলেছে সাফল্য৷ বর্তমানে বসিরহাটের সাংসদ তিনি৷ মঙ্গলবারই নববধূর বেশে সংসদে গিয়ে শপথ নিয়েছেন নুসরত৷ বুধবার প্রথমবার লোকসভায় দাঁড়িয়ে জনপ্রতিনিধি হিসেবে নিজের ভূমিকা পালন করেছেন৷ বসিরহাটে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির দাবি জানান তিনি৷ আর তারকা সাংসদের এই উদ্যোগে খুশি বসিরহাটের বাসিন্দাদের৷ তবে সবচেয়ে বেশি খুশি হয়েছেন নুসরতের স্বামী নিখিল জৈন৷

স্ত্রী সংসদে দাঁড়িয়ে কথা বলছেন, এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিখিল৷ সঙ্গে লিখেছেন, ‘‘আমরা প্রায় প্রতিদিনই অনেককে অনেক ধরনের প্রতিশ্রুতি দিতে দেখি। আবার সেগুলি ভাঙতেও দেখি। এক্ষেত্রে পুরোটাই আলাদা। নুসরত শপথ গ্রহণের ঠিক একদিন পরেই বসিরহাটের মানুষের জন্য কিছু চাইল। তোমার জন্য গর্ব হচ্ছে।”

Advertisement

[ আরও পড়ুন: ‘আর্টিকেল ১৫’ মুক্তির আগে শ্রেণিবৈষম্য নিয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন আয়ুষ্মান]

মন দেওয়া-নেওয়া হয়েছিল আগেই৷ সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন নুসরত৷ ১৯ জুন রীতি মেনে তুরস্কের বোদরুমে বিয়ে সেরেছেন নুসরত ও নিখিল জৈন।

nusrat

তুরস্কের বোদরুম শহরে রাজকীয় বিয়ের অনুষ্ঠান সেরে গত ২৩ জুন সকালে কলকাতায় ফিরেছেন নবদম্পতি। গোলাপি রংয়ের শাড়ি, হাত ভরতি মেহেন্দি, চূড়া, মাথাভরতি সিঁদুর এক্কেবারে নববধূর বেশে দমদম বিমানবন্দরে দেখা দেন নুসরত৷ সঙ্গে স্বামী নিখিল জৈন৷

 

বিমানবন্দরে নবদম্পতিকে স্বাগত জানান তাঁদের আত্মীয়রা৷ সেখানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের আবদারে একপ্রস্থ মালাবদলও সারেন নুসরত-নিখিল৷ বর্তমানে তিনি নিখিল ঘরনি।

NUSRAT-JAHAN

নববধূ বলে বাড়িতে সময় কাটানোর সময় তাঁর নেই৷ কারণ, দিল্লিতে সংসদের অধিবেশন চলছে৷ তাই পূর্ব নির্ধারিত সূচি মেনে মঙ্গলবারই দিল্লিতে পাড়ি দেন তারকা সাংসদ৷ আপাতত স্বামী-স্ত্রী যে যার নিজের কাজে ডুবে গিয়েছেন ঠিকই৷ তবে দুজনেই যে প্রেমের জোয়ারে ভাসছেন, তা নিখিলের সোশ্যাল মিডিয়ার পোস্টেই পরিষ্কার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement