Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bachchan

সত্যি কি বিয়ে ভাঙছে ঐশ্বর্য-অভিষেকের? গোপন খবর দিলেন বচ্চন ঘনিষ্ঠ পরিচালক

পরিচালকের মন্তব্যে হইচই বলিউডে।

Nikhil Dwivedi talks about Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan
Published by: Akash Misra
  • Posted:November 16, 2024 10:04 am
  • Updated:November 16, 2024 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়ায় যেন চব্বিশঘণ্টা শোরগোল। কেউ বলছেন, ঐশ্বর্য নাকি অভিষেককে ডিভোর্স দেবেনই। অন্যদিকে আবার কেউ কেউ বলছে, এসব খবর একেবারেই ভুয়ো। এবার সেই গুঞ্জনে হাওয়াকে সঠিক পথ দেখাতে মাঠে নামলেন পরিচালক ও অভিনেতা নিখিল দ্বিবেদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানালেন, দুজনের ডিভোর্সের খবর একেবারে মিথ্যা। ওরা দুজন আলাদা হতে পারেনই না!

বহুদিন থেকেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ পরিচালক নিখিল। অমিতাভ, জয়া, শ্বেতা সবাই খুবই স্নেহ করেন নিখিলকে। নিয়মিত বচ্চন বাংলোতেও যাওয়া আসা তাঁর। সেই সূত্রেই পরিচালক জানিয়েছেন, ”আজ পর্যন্ত ঐশ্বর্য ও অভিষেককে আলাদা থাকতে দেখিনি। দুজনেই খুব সুন্দরভাবে সংসার করছে। দুজনেই খুবই দায়িত্বশীল। তাই যা রটেছে তা একেবারেই সত্যি নয়।”

Advertisement

বলিউড গুঞ্জন বলছে, ঐশ্বর্য-অভিষেকের বিবাহ বিচ্ছেদ নাকি হবেই! ইতিমধ্য়েই নাকি আইনজীবীর সঙ্গে সাক্ষাত সেরে ফেলেছেন দুজনে। তবে গুঞ্জনে নানারকম কথা রটলেও, বিচ্ছেদের ব্য়াপারে একেবারে মুখে কুলুপ এঁটেছেন তারকা দম্পতি। উলটে এসব প্রশ্ন সামনে এলে, বাইপাস করছেন ঐশ্বর্য ও অভিষেক! তবে এবার নতুন খবর রটল, এসব বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই জুটি হিসেবে নাকি নতুন ছবি সই করেছেন ঐশ্বর্য ও অভিষেক। তাও আবার পরিচালক মণি রত্নমের।

বলিউড সূত্র বলছে, নতুন এক হিন্দি ছবি প্ল্য়ান করছেন মণি রত্নম। আর এই ছবির জন্যই তাঁর প্রিয় ‘গুরু’ জুটিকেই ফের একফ্রেমে আনবেন মণি। শোনা গিয়েছে, ইতিমধ্যেই ঐশ্বর্য ও অভিষেকের সঙ্গে কথা সেরে ফেলেছেন। তাঁরা নাকি দুজনেই রাজি। ‘গুরু’ ও ‘রাবণ’ ছবির পর এটাই হবে মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্য ও অভিষেক জুটির তৃতীয় ছবি। তবে এই ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মণি, ঐশ্বর্য এবং অভিষেক।

অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়! এযাবৎকাল বচ্চন পরিবারের সম্পত্তিভাগের জেরেই বিবাদের সূত্রপাতের জল্পনার কথা শোনা গিয়েছিল। তবে সাম্প্রতিক গুঞ্জন, তারকাদম্পতির সম্পর্কের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে! বলিউড নায়িকা নিমরত কৌরের (Nimrat Kaur) সঙ্গে জুনিয়র বচ্চনের ঘনিষ্ঠতার জেরেই দাম্পত্যে ফাটল। একথা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বলিপাড়ায়। নিন্দুকদের মতে, নিমরতই নাকি ঐশ্বর্যের থেকে অভিষেককে দূরে নিয়ে গিয়েছেন! তবে এই গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত কেউ মুখ না খুললেও, এবার গুঞ্জনে ইতি দিতে মাঠে নামলেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি। সম্প্রতি তিনি এক সংবাদমাধ্যমকে জানালেন, ”নিমরতকে জড়িয়ে অভিষেকের নামে যা রটেছে, তা একেবারেই মিথ্যে। এসবে কান দেওয়া উচিত নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement