Advertisement
Advertisement

Breaking News

Nick Jonas

সেলেবদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল নিক-প্রিয়াঙ্কা! বাগদানের জন্মদিনে আবেগঘন পোস্ট

একে-অপরের উদ্দেশে কী লিখলেন নিক-প্রিয়াঙ্কা?

Nick Jonas revisits the day he proposed to Priyanka Chopra in a romantic post
Published by: Sandipta Bhanja
  • Posted:July 20, 2024 2:46 pm
  • Updated:July 20, 2024 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল আকছার ভাঙছে সেলেবদের দাম্পত্য! তারকাদম্পতিদের সম্পর্ক ভাঙার গুঞ্জনে এখন শোরগোল সিনেদুনিয়ায়। কখনও অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জন তো কখনও বা আবার হার্দিক-নাতাশার ডিভোর্সের খবরে মন ভাঙছে অনুরাগীদের। তবে সেলেবদের এই ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল নিক-প্রিয়াঙ্কা। বাগদানের জন্মদিন উপলক্ষে তাঁদের আবেগঘন পোস্টেই সেটা ধরা পড়ল।

২০ জুলাই, প্রিয়াঙ্কার জন্মদিনের ঠিক পরেই লন্ডনে দেশি গার্লকে সারা জীবন একসঙ্গে চলার প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন পপ তারকা নিক জোনাসের (Nick Jonas ) প্রেম প্রস্তাব ফিরিয়ে দেননি ‘দেশি গার্ল’। তার পর উদয়পুরের উমেদভবনে হিন্দু এবং খ্রিস্টান মতে তাঁদের প্রেম পরিণতি পায়। শনিবার নিক-প্রিয়াঙ্কার বাগদানের ছয় বছরের জন্মদিন। সেই উপলক্ষেই অতীতের সেই দিনের এক মিষ্টি ছবি শেয়ার করে প্রেমমাখা বার্তা দিলেন নিক জোনাস। যে ছবিতে হাসিমুখে নিকের পাশে নজর কাড়ল দেশি গার্ল-এর চার ক্যারেটের হিরে বসানো যে আংটি। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। প্রিয়াঙ্কাকে প্রেমপ্রস্তাব দেওয়ার জন্য আংটি কিনতে গিয়ে নাকি লন্ডনের এক টিফানি স্টোর প্রায় বন্ধই করে দিয়েছিলেন তিনি। যাতে শান্তিমনে প্রিয়ের জন্য আংটি বাছতে পারেন। এত খাটুনি বিফলে যায়নি! নিক জোনাসের প্রেমপ্রস্তাবে সায় দিয়ে দেন দেশি গার্ল। তার পরের ছয় বছর বহু ঝড়-জলে কেটেছে তাঁদের।

Advertisement
Priyanka Chopra Missed chaats at Ambani wedding, dancing at baraats
ছবি : টুইটার

[আরও পড়ুন: সইফের সঙ্গে বিয়ে টেকানো কঠিন! টাকাপয়সা নয়, কেন দাম্পত্য অশান্তি? জানালেন করিনা]

জোনাস পরিবারে এক সম্পর্কের ভাঙনের সাক্ষীও তাঁরা। তবে নিজেদের দাম্পত্য টিকিয়ে রেখেছেন। ছবি শেয়ার করে নিক জোনাস লেখেন- “আজ থেকে ৬ বছর আগে বিশ্বের সবথেকে দারুণ মহিলাটিকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম। তাতে সায় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা।” অতীতের এই সুখস্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য স্বামী নিকের উদ্দেশে আরেকটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও (Priyanka Chopra)। ইনস্টা স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, “সত্যিই এখনও বিশ্বাস হয় না যে, ৬ বছর হয়ে গেল।” অনুরাগীরাও নিক-প্রিয়াঙ্কার এমন গদগদ প্রেম দেখে মজেছেন। শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন নিক জোনাসের পোস্টে। বিয়ের ছয় বছর পরও যে তাঁদের প্রেমে এতটুকু ভাঁটা পড়েনি, সেটা সেলেবদের এই বিয়ে ভাঙার খবরের মাঝে প্রকৃত দৃষ্টান্ত, বলে মনে করছেন অনুরাগীরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nick Jonas (@nickjonas)

সম্প্রতি আম্বানিদের বিয়েতে জুটিতে মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেখানেও দম্পতির মাখোমাখো রসায়ণ নজর কেড়েছে। দেশি গানে নাচতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কার ‘পরদেশি বাবু’কে। যদিও সঙ্গে মেয়ে মালতি মেরিকে নিয়ে আসেননি এবার তাঁরা। 

[আরও পড়ুন: ঐশ্বর্যের ফিল্মি কেরিয়ারে অভিষেকই কাঁটা! জুনিয়র বচ্চনের জবাব অবাক করে দেবে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement