Advertisement
Advertisement

Breaking News

Nick Priyanka

কোলে বসিয়ে মেয়েকে গল্প শোনাচ্ছেন নিক, বাপ-মেয়ের আদুরে কীর্তি ফাঁস প্রিয়াঙ্কার

'জোনাস সংসারের' অন্দরমহলের গল্প ফাঁস করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

Nick Jonas reads story to baby Malti, Priyanka Chopra posts photo | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 19, 2023 3:03 pm
  • Updated:June 19, 2023 3:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমী বিনোদুনিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বেশ জনপ্রিয়। সম্প্রতি ‘সিটাডেল’ রিলিজ করেছে। হাতে এখন তাঁর একাধিক হলিউডের প্রজেক্ট। তবে বাড়ির বাইরে যতই ব্যস্ত থাকুন না কেন, ঘরে ফিরেই প্রিয়াঙ্কা কিন্তু আদ্যোপান্ত সংসারী। ঘরকন্নার রাশ নিজের হাতেই রাখেন। স্ত্রীর প্রশংসা করে সম্প্রতি একথা জানিয়েছেন নিক জোনাস। এবার প্রিয়াঙ্কা ফাঁস করলেন ‘জোনাস সংসারের’ অন্দরমহলের গল্প।

Advertisement

হাজার কাজের মাঝে মেয়েকে সময় দিতে ভোলেন না ‘দেশি গার্ল’। মাতৃত্ব যে তিনি চুটিয়ে উপভোগ করছেন, তা প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যায়। এবার নিকের সঙ্গে মেয়ে মালতি মেরির এক মিষ্টি আদুরে ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া। যা কিনা এখন নেটপাড়ার চর্চায়।

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল, বাবা নিক জোনাস মেয়ে মালতিকে কোলে বসিয়ে গল্প পড়ে শোনাচ্ছেন। মিষ্টি, গুবলু খুদেও তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। আসলে রবিবার পিতৃদিবস উপলক্ষেই এই ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে অবশ্য নিজের জীবনের তিন গুরুত্বপূর্ণ পুরুষের কথাও ফাঁস করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

[আরও পড়ুন: ব্রিটিশ পার্লামেন্ট থেকে বড় সম্মান, ‘কী করলাম?’ নিজের যোগ্যতা নিয়েই প্রশ্ন করণ জোহরের!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

‘দেশি গার্ল’-এর শেয়ার করা দ্বিতীয় ছবিতে দেখা গেল, নিক জোনাসের বাবা কেভিনকে। নাতনি মালতিকে কোলে নিয়ে আদুরে ছবি। আর তৃতীয় ছবিতে দেখা গেল প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও তাঁর বাবা অশোক চোপড়াকে। কাছের তিন মানুষকে এভাবেই শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘বড় অপমান! রামায়ণকে টেনেহিঁচড়ে কলিযুগে নামাল’, ‘আদিপুরুষ’কে তুলোধোনা মুকেশ খান্নার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub