Advertisement
Advertisement

Breaking News

নিক প্রিয়াঙ্কা

করোনা আতঙ্ক উধাও! মুম্বইয়ে এসে জীবনে প্রথমবার রঙের উৎসবে মাতলেন নিক জোনাস

রং-মাখা ভেজা গায়ে পোজ দিলেন ক্যাটরিনার সঙ্গে।

Nick Jonas celebrates Holy for the first time at Ambani's residents
Published by: Sandipta Bhanja
  • Posted:March 8, 2020 7:37 pm
  • Updated:March 8, 2020 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল উৎসব কিংবা হোলি, পাশ্চাত্যের আঙিনায় এসব রং-আবির নিয়ে মাতামাতির চল নেই ঠিকই, কিন্তু জামাই বলে কথা! দেশি স্টাইলে হোলির আমেজে গা না ভাসালে চলে! অতঃপর স্ত্রীয়ের হাত ধরে গুটি গুটি পায়ে মার্কিন মুলুক থেকে সোজা উড়ে এলেন ভারতে। করোনা ত্রাস তো দূর অস্ত! করোনা কাটায় ভয় না পেয়ে আম্বানিদের বাড়িতে মজলেন রঙের উৎসবে। জীবনে প্রথমবার হোলি খেললেন নিক জোনাস।

শ্বশুরবাড়ির মুলুকে এসেছেন, অতঃপর জামাইয়ের জন্য এলাহি আয়োজন যে থাকবেই, তা তো বলাই বাহুল্য। নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার আসার খবরে তাই চোপড়া পরিবারের প্রায় সবাই একবাড়িতে। সেলিব্রেশন একেবারে অন্য মেজাজে। সাদা পোশাক পরে একেবারে তৈরি হয়ে এলেন আম্বানিদের বাড়িতে। যেখানে প্রায় গোটা বলিউডই পৌঁছেছিল বসন্ত উৎসবের আমেজে গা ভাসাতে। নিক-প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা গেল ক্যাটরিনা, ভিরি কৌশল, জায়না পেন্টি, ভিজে অনুষা, সোনালি বেন্দ্রে, হুমা কুরেশি থেকে রাজকুমার রাও, পত্রলেখা, জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ আরও অনেককেই।

Advertisement

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে আর বুঝতে বাকি নেই যে ইশা আম্বানি আয়োজিত পার্টিতে অতিথিদের জন্য কোনওরকম কসরত বাকি রাখেনিনি তাঁরা। রঙের বড় বড় টাব থেকে, পিচকিরি, আবির, শরবৎ-যাবতীয় রসদ মজুত ছিল। নিককে দেখা গেল বেশ খোশ মেজাজে সবার সঙ্গে দোল খেলতে। বেচারা জামাইয়ের হাতে রং লাগায়, কখনও আবার দেশি গার্লের জামায় হাত মুচে নিতে। যা দেখে প্রিয়াঙ্কার চিৎকার- ‘কেউ তোয়ালে দাও আমাদের’। এসব নানান মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দেখে নিন-

[আরও পড়ুন: সলমনের ছবির সেটে গুরুতর জখম রণদীপ হুডা, আপাতত শুটিং থেকে বিরতি]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

And that’s how it’s done! #Holi2020 🌈 @nickjonas 💃🏻🕺🏻#HoliHell

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Via Story: @priyankachopra who needs a towel, with it he has everything 😂☺️ ○‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐‐ ○ Via estado @priyankachopra quien necesita toalla si con ella lo tiene todo ☺️😂 . . Sigue @priyankamovies para más Followers @priyankamovies for more . . #Priyankachopra #priyankachoprajonas #aliabhatt #akshaykumar #katyperry #Saraalikhan #kritisanon #dishapatani #deepikapadukone #ranbirkapoor #varundhawan #hrithikroshan #bollywood #happinessbeginstour #kyliejenner #holidays #bollywooddance #bollywoodmovies #Camilacabello #jonasbrothers #taylorswift #selenagomez #justinbieber #Salmankhan #shahrukhkhan #shahidkapoor #nickjonas #Shawnmendes #shraddhakapoor

A post shared by Fans Priyanka Chopra J. 🌎 (@priyankamovies) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Via: nickjonas My first Holi! (Five days early) So much fun celebrating with such incredible people here in my second home in India. #holi @_iiishmagish @anandpiramal @priyankachopra🔥 . . . Via: nickjonas Mi primer Holi! (Cinco días antes) Muy divertido celebrar con personas tan increíbles aquí en mi segundo hogar en la India. #holi @_iiishmagish @anandpiramal @priyankachopra . . . Sigue @priyankamovies para más Followers @priyankamovies for more . . #Priyankachopra #priyankachoprajonas #aliabhatt #akshaykumar #katyperry #Saraalikhan #kritisanon #dishapatani #deepikapadukone #ranbirkapoor #varundhawan #hrithikroshan #bollywood #happinessbeginstour #kyliejenner #holidays #bollywooddance #bollywoodmovies #Camilacabello #jonasbrothers #taylorswift #selenagomez #justinbieber #Salmankhan #shahrukhkhan #shahidkapoor #nickjonas #Shawnmendes #shraddhakapoor

A post shared by Fans Priyanka Chopra J. 🌎 (@priyankamovies) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Do me a favor let’s play Holi 🎨 #priyankachopra #nickjonas

A post shared by Priyanka-Chopra.us (@priyankacentral) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Via: nickjonas My first Holi! (Five days early) So much fun celebrating with such incredible people here in my second home in India. #holi @_iiishmagish @anandpiramal @priyankachopra🔥 . . . Via: nickjonas Mi primer Holi! (Cinco días antes) Muy divertido celebrar con personas tan increíbles aquí en mi segundo hogar en la India. #holi @_iiishmagish @anandpiramal @priyankachopra . . . Sigue @priyankamovies para más Followers @priyankamovies for more . . #Priyankachopra #priyankachoprajonas #aliabhatt #akshaykumar #katyperry #Saraalikhan #kritisanon #dishapatani #deepikapadukone #ranbirkapoor #varundhawan #hrithikroshan #bollywood #happinessbeginstour #kyliejenner #holidays #bollywooddance #bollywoodmovies #Camilacabello #jonasbrothers #taylorswift #selenagomez #justinbieber #Salmankhan #shahrukhkhan #shahidkapoor #nickjonas #Shawnmendes #shraddhakapoor

A post shared by Fans Priyanka Chopra J. 🌎 (@priyankamovies) on

[আরও পড়ুন: ‘তুমি জেলে ভরো, আমি দেওয়ালে লিখব’, CAA’র বিরোধিতায় গর্জে উঠলেন অনির্বাণ ভট্টাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement