Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কা-নিক

‘সাতজনমও যথেষ্ট নয়’, প্রথম বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কার জন্য আবেগঘন পোস্ট নিকের

বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রিয়াঙ্কা নিক।

Nick Jonas and Priyanka Chopra wishes each other on 1st Anniversary
Published by: Sulaya Singha
  • Posted:December 2, 2019 2:42 pm
  • Updated:December 2, 2019 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও সোশ্যাল সাইটে স্বামীর জন্য ভালবাসা উজার করে দিয়েছেন, তো কখনও দুষ্টু-মিষ্টি সামনে উঠে এসেছে দাম্পত্য কলহ। এভাবেই দেখতে দেখতে একটা বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। আর নিজেদের প্রথম বিবাহবার্ষিকীকে বিয়ের অদেখা একগুচ্ছ ছবি পোস্ট করে পরস্পরকে শুভেচ্ছা জানাল এই সেলিব্রিটি কাপল।

২০১৭ সালে মেট গালায় প্রথম সাক্ষাৎ। সেখান থেকেই প্রেম এবং শেষমেশ পরিণয়। ঠিক একবছর আগে ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে এলাহী আয়োজন হয়েছিল। খ্রিস্টান ও হিন্দু মতে পরপর দু’দিন বিয়ের বাঁধনে বেঁধেছিলেন নিক-প্রিয়াঙ্কা। রাজকীয় সেই বিয়ের সাক্ষী ছিল গোটা দেশ। তারপর কখনও স্বামীর সঙ্গে প্রি চপসের দিন কেটেছে নিউ ইয়র্কে তো কখনও শুটিং ও ছবির প্রচারে তিনি ভারতে এসেছেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই আবার স্বামী নিককে ডিভোর্সের হুমকি দিয়েছিলেন প্রিয়াঙ্কা। স্ত্রী কার সঙ্গে পার্টি করবেন, কতক্ষণ পার্টি করবেন এই নিয়ে নাকি তাঁদের মধ্যে বেশিরভাগ সময়ই ঝগড়া হয়। অন্যদিকে নিকও নাকি খুব বদমেজাজী। সব মিলিয়ে নাজেহাল দেশি গার্ল তাই নিককে হুমকি দিয়েছিলেন নিক তাঁর অভ্যেস না বদলালে তিনি ছেড়ে চলে যাবেন। তবে তাঁদের সম্পর্ক অনেকটা ইঁদুর-বেড়ালের মতো। এই ঝগড়া তো এই প্রেমে গদগদ! তাই সেসব বিষয়কে মনের কোণে কখনওই স্থায়ী হতে দেননি তাঁরা। বরং ভালবাসার চাদরেই মুড়িয়ে রেখেছেন সম্পর্কের ইষৎ তিক্ততাকে।

Advertisement

[আরও পড়ুন: মুন্না বদনাম হুয়া! ৩৩ বছরের ছোট প্রেমিকার যৌন আবদনে মুগ্ধ সল্লু মিঞা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My promise. Then..today.. forever. You bring me joy, grace, balance, excitement, passion.. all in the same moment…thank you for finding me..Happy First wedding anniversary Husband.. @nickjonas ❤️💋 And Thank you to everyone for the love and good wishes. We feel blessed.

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

গত এক বছরের বৈবাহিক সফরটা ঠিক কেমন ছিল, এই বিশেষ দিনে তা-ই জানালেন প্রিয়াঙ্কা। বেটারহাফের সঙ্গে কাটানো মিষ্টি-মধুর সময়ের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন কোয়ান্টিকোখ্যাত অভিনেত্রী। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন স্বামীকে। লিখেছেন, “আমার প্রতিজ্ঞা। তখন-আজ-চিরকাল। তুমি আমার জীবনে আনন্দ, আশীর্বাদ, উত্তেজনা থেকে প্যাশন- সব এনে দিয়েছ। আমাকে খুঁজে নেওয়ার জন্য ধন্যবাদ। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। ভালবাসা ও শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ। খুব ভাল লাগছে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

One year ago today we said forever… well forever isn’t nearly long enough. I love you with all of my heart @priyankachopra happy anniversary.

A post shared by Nick Jonas (@nickjonas) on

আর নিক? তিনি কীভাবে শুভেচ্ছা জানালেন বেটারহাফকে? খ্রিস্টান মতে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করলেন আবেগঘন নিক। লেখেন, “ঠিক একবছর আগে একে-অপরকে চিরন্তর বলেছিলাম। চিরন্তরও যেন যথেষ্ট নয়। অন্তর থেকে শুভেচ্ছা জানাই।”

[আরও পড়ুন: অজয়ের পর আমির, ডিসেম্বরেই ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে কলকাতায় আসছেন অভিনেতা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement