Advertisement
Advertisement

Breaking News

ঘোড়া যুগলের নাম রণবীর-আলিয়া! ‘রণলিয়া’র বিয়েতে সেরা উপহার স্বেচ্ছাসেবী সংস্থার

এই দুটি ঘোড়াকে উদ্ধার করে এনে দেখভাল করছে এই স্বেচ্ছাসেবী সংস্থা।

NGO names rescued horses Alia, Ranbir to raise awareness | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 16, 2022 7:18 pm
  • Updated:April 16, 2022 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন ধরেই রণবীর (Ranbir Kapoor) ও আলিয়ার (Alia Bhatt) বিয়ে নিয়ে শোরগোল ছিল গোটা বলিউডে। বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়ার পর প্রকাশ্যে এসেছে রণবীর ও আলিয়ার বিয়ের নানা ছবি। তবে এরই মাঝখানে রণবীর ও আলিয়ার বিয়েকে কেন্দ্র করে আরেক মন ভাল করার খবর। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঘোড়া যুগলকে দেওয়া হল রণবীর ও আলিয়ার নাম।

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। একটি স্ত্রী ঘোড়াকে বিয়ে বাড়ির কাজে যথেচ্ছ ব্যবহার করা হত। স্বেচ্ছাসেবী সংস্থা এক বিয়ে বাড়ি থেকেই উদ্ধার করে এই স্ত্রী ঘোড়াকে। অন্যদিকে, মুম্বইয়ের ইন্ডিয়া গেট থেকে উদ্ধার করা হয় একটি পুরুষ ঘোড়া। দুধ সাদা এই ঘোড়া যুগলকেই দেওয়া হয়েছে রণবীর ও আলিয়ার নাম।

Advertisement

আসলে, মুম্বইয়ে সাধারণত বিয়ের ক্ষেত্রে ঘোড়া ব্যবহার করা হয়। রণবীর ও আলিয়ার বিয়ে সেক্ষেত্রে ব্যতিক্রম। আর সেই কারণেই এই স্বেচ্ছাসেবী সংস্থা আলিয়া ও রণবীরকে বিয়ের শুভেচ্ছা একেবারে নতুন কায়দায়।

[আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধছেন সৌরভ-দর্শনা, রহস্যঘেরা প্রেমের গল্প বলবে নতুন ছবি ‘হৃদয়পুর’]

একগুচ্ছ প্রেম কাহিনিতে ইতি টেনে শেষমেশ রণবীরের ভালবাসার তরী কূল পেয়েছে আলিয়ার মনে। বৃহস্পতিবার বিকেল ৩ টে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। আলিয়া নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রণবীরকে নিয়ে নতুন স্বপ্নের দেখার কথা লেখেন। ‘পরিবার ও কাছের মানুষদের সামনে আজ আমরা সাতপাকে বাঁধা পড়লাম। আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, আমাদের বাড়ি, আমাদের সেই বারান্দা, যেখানে আমরা ৫ বছর দারুণ সময় কাটিয়েছি। তবে এখানে শেষ নয়। একসঙ্গে এবার দু’জনে নতুন স্বপ্ন দেখার পালা। যেখানে ভালবাসা থাকবে, হাসি থাকবে, ঝগড়া থাকবে, একসঙ্গে সিনেমা দেখা থাকবে, ডিনার থাকবে। ভালবাসায় মোড়া হবে আমাদের জীবন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ভালবাসায় ভরিয়ে দেওয়ার জন্য।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

[আরও পড়ুন: এক হাতে বন্দুক, আরেক হাতে গিটার! নতুন অবতারে চমক দিলেন ‘রকস্টার’ যশ দাশগুপ্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement