Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

‘মেট গালা’য় অপমান! আলিয়া ভাটকে ঐশ্বর্য রাইয়ের নামে ডাকল মার্কিন সাংবাদিক

এই প্রথমবার 'মেট গালা'য় হাঁটলেন বলিউডের 'গাঙ্গুবাঈ'।

New York paparazzi mistook Alia Bhatt for Aishwarya Rai | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 3, 2023 11:42 am
  • Updated:May 3, 2023 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তো দিয়ে তৈরি পোশাকে প্রথমবার ‘মেট গালা’য় (Met Gala 2023) হাঁটলেন আলিয়া ভাট। অভিনেত্রীকে দেখে মুগ্ধ ভারতীয় দর্শকরা। কিন্তু বিদেশের মাটি আলিয়াকে (Alia Bhatt) চিনতেই পারলেন না পাপারাজ্জিদের একাংশ। বলিউডের ‘গাঙ্গুবাঈ’কে তাঁরা ডাকলেন ঐশ্বর্য নামে।

Alia

Advertisement

রেডিট সাইটে শেয়ার করা হয়েছে আলিয়ার একটি ‘মেট গালা’ ভিডিও। অভিনেত্রীকে রেড কার্পেটে দেখে মার্কিন মুলুকের সাংবাদিকরা চিৎকার করতে থাকেন। যাতে বলিউড অভিনেত্রীর একটি ঝলক পাওয়া যায়। ভিড়ের মধ্যে থেকেই একজন আলিয়াকে ঐশ্বর্য নামে ডাকেন।

[আরও পড়ুন: OMG! আসানসোলে ‘পাঠান’ শাহরুখ খান! দেখতে ভিড় আট থেকে আশির]

ভুল নামের এই ডাক আলিয়ার কান পর্যন্ত গিয়েছে কিনা জানা নেই। তবে অভিনেত্রী এমন শব্দে বিশেষ কর্ণপাত করার পাত্রীও নন। হাসিমুখেই তিনি হেঁটে যান। অবশ্য ভিডিও দেখে ক্ষুব্ধ আলিয়ার অনুরাগীরা। ভারতীয় অভিনেত্রীর এমন অপমানে তাঁরা ধিক্কার জানিয়েছেন।

Alia Bhatt

উল্লেখ্য, এই প্রথমবার ‘মেট গালা’য় হাঁটলেন আলিয়া। নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এবারের থিম কিংবদন্তি জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের ফ্যাশন। আর তাতে নেপালি বংশোদ্ভূত প্রবাসী ডিজাইনার প্রবাল গুরুংয়ের পোশাক পরে হেঁটেছে ভাটকন্যা।

[আরও পড়ুন: পুণের শো বন্ধের ঘটনায় মুখ খুললেন রহমান, ভিডিও শেয়ার করে কী বললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement