Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

কঙ্কনার সঙ্গে ফের জুটিতে রণবীর! ‘ওয়েকআপ সিড ২’ নাকি?

শুটিং ফ্লোরের ভিডিও ভাইরাল।

New video of Ranbir Kapoor and Konkona Sensharma goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 3, 2024 11:36 am
  • Updated:January 3, 2024 12:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে সুপারহিট রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তার পর থেকেই বলিউডের নজর ঋষিপুত্রর দিকে। এর পর রণবীর ঠিক কোন ছবিতে সই করছেন, তা জানার জন্য আগ্রহ বেড়েই চলেছে রণবীর অনুরাগীদের মধ্যে। এরই মাঝে টুক করে সোশাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে রণবীর ও কঙ্কনা সেনশর্মা চিত্রনাট্যের কাগজ হাতে কথা বলছেন। তা হঠাৎ এই দুই অভিনেতা একসঙ্গে কেন?

Advertisement

২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়েক আপ সিড’। এই ছবিতেই নজর কেড়েছিলেন রণবীর ও কঙ্কনা। ফের একসঙ্গে এই দুই তারকাকে শুটিং ফ্লোরে দেখে নেটিজেনরা শুরু করে দিল জল্পনা। তাহলে কি এবার ‘ওয়েক আপ সিড ২’ হওয়ার পালা! তবে কঙ্কনা ও রণবীরের এই ভিডিও ভাইরাল হলেও, এই ব্যাপারে মুখ খোলেননি কেউই।

Ranbir Kapoor and konkana shot for something recently
byu/Glad-Ad5911 inBollyBlindsNGossip

[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]

২০২৩ সালটা রণবীর কাপুরের জন্য দারুণ। বছরের শুরুতেই রণবীর ঝুলিতে পুরেছেন সুপারহিট ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তার পর বছর শেষে রণবীরের হাতের মুঠোয় ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’। সব মিলিয়ে শাহরুখের খানের পর ২০২৩ সালের বক্স অফিসে রেকর্ড ব্যবসা দিয়েছেন ঋষিপুত্রই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub