Advertisement
Advertisement

Breaking News

Vicky Katrina Wedding

বিয়ের পর বিরুষ্কার প্রতিবেশী ভিকি ও ক্যাট, ভাড়া নিলেন বিলাসবহুল ফ্ল্যাট!

শোনা যাচ্ছে ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন ভিকি ও ক্যাট।

New Home for Bollywood Couple Vicky Kaushal Katrina Kaif after wedding | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 9, 2021 1:21 pm
  • Updated:November 9, 2021 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে শুধু জল্পনা। আর এই জল্পনার কেন্দ্রে রয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা (Katrina Kaif)। তাঁদের বিয়ের খবর নিয়ে যেভাবে তোলপাড় হয়েছে আরব সাগরের তীর, তা ফের মনে করিয়ে দিচ্ছে বিরাট কোহলি ও অনুষ্কার বিয়ের খবর। ঠিক যেভাবে গোপনে গোপনে ইটালিতে পাড়ি দিয়ে টুক করে বিয়েটা সেরে ফেলেছিলেন অনুষ্কা ও বিরাট। নিন্দুকেরা বলছে, ভিকি ও ক্যাটরিনা নাকি এমনটাই করতে চলেছেন। কাকপক্ষী যাতে টের না পায়, সেরকমই নিজেদের বিয়েকে গোপন রাখছেন বলিউডের এই নতুন রোম্যান্টিক জুটি। তবে বিরুষ্কার মতো ইটালি নয় বরং রাজস্থানেই নাকি ডেস্টিনেশন ওয়েডিং করছেন ক্যাট ও ভিকি।

Katrina Vicky Wedding

Advertisement

তবে খবরটা হল, ভিকি-ক্যাটের নতুন ঘর ভাড়া নিয়ে। বলিপাড়ায় তুমুল গুঞ্জন, মুম্বইয়ের জুহুতে নাকি এক বিলাসবহুল ফ্ল্য়াট ভাড়া করে ফেলেছেন ভিকি কৌশল। শোনা যাচ্ছে, বিয়ের পর ক্যাটরিনার সঙ্গে নাকি এই ফ্ল্যাটেই থাকবেন ভিকি। আর তাঁদের এই নতুন ফ্ল্যাট নাকি একেবারেই বিরাট (Virat Kohli)ও অনুষ্কার (Anushka Sharma) ফ্ল্যাটের পাশেই!

 

জানা গিয়েছে, জুহুর ‘রাজমহল’ আবাসনে একটি বড়মাপের ফ্ল্যাট আগামী পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন ভিকি। শোনা যাচ্ছে, ১ কোটি ৭৫ লক্ষ টাকা অগ্রিম দিয়ে এই ফ্ল্য়াট ভাড়া করেছেন ভিকি। এর পর নাকি প্রথম তিন বছর আট লক্ষ টাকা, চতুর্থ বছরে ফ্ল্যাট ভাড়া ৮ কোটি ৪০ লক্ষ টাকা। পঞ্চম বছরে তা বেড়ে হবে ৮ কোটি ৮৩ লক্ষ টাকা!

[আরও পড়ুন: Kangana Ranaut: ‘আমার এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে’, পদ্মশ্রী পেয়ে মন্তব্য কঙ্গনা রানাউতের]

দিওয়ালির সময়ই নাকি ছিল শুভ লগ্নে। বাগদানের জন্য সেই মুহূর্তটিকেই তাই বেছে নিয়েছিলেন নায়ক-নায়িকা। অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি জানান, লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা। আলোর রোশনাইয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল কবীর খানের বাড়ি। সব ঠিকঠাক থাকলে যে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা, তা বলা যেতেই পারে।

katrina-vicky
ফাইল ছবি

সলমন খানের হাত ধরেই বলিউডে প্রবেশ করেছিলেন ক্যাটরিনা। সেই সময় দুই তারকার অফস্ক্রিন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ফের রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক গড়ে ওঠে। প্রকাশ্যে ভালবাসার কথা না বললেও রণবীর ও ক্যাটরিনার একান্ত মুহূর্ত মাঝে মধ্যেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ত। তবে সময়ের ফেরে সে সম্পর্কও ভেঙে যায়। তারপর নাকি ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। কেরিয়ারও তেমন ভাল চলছিল না সেই সময়। ফের হাল ধরেন সলমন খান। মাঝে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর প্রেমের খবর শিরোনামে আসে। সেসব গুঞ্জন উড়িয়ে ক্যাটরিনার নতুন ‘হিরো’ হিসেবে সামনে আসেন ভিকি কৌশল। এবার তাঁর সঙ্গেই নাকি ঘর বাঁধতে চলেছেন ক্যাট।

Vicky Katrina Wedding

[আরও পড়ুন: ‘অভিনেতা হিসেবে টুইট করিনি’, অনলাইন খাবার ডেলিভারি বিতর্কে সাফাই দিলেন প্রসেনজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement