সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মস (YRF) ও বলিউডের ক্ষমতাশালীরা মিলে নাকি সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) কেরিয়ার নষ্ট করেছে। এমনই টুইট করার অভিযোগ উঠল কামাল আর খান ওরফে কেআরকে’র বিরুদ্ধে। আর এতেই সোমবার সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে স্বঘোষিত চলচ্চিত্র সমলোচক।
#DeshdrohiKRK
hypocrite means KRKLook his Tweets before and after. pic.twitter.com/OeAux7VNEo
— ༆ (@AdityaS_Indian) November 30, 2020
বরাবরই বিতর্কের কারণেই শিরোনামে আসে KRK’র নাম। সুশান্তের মৃত্যুর পর তাঁকে নিয়ে বায়োপিক তৈরি করার কথাও ঘোষণা করেছিলেন তিনি। এর জন্যও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে তাতে তাঁর টুইটের আক্রমণাত্মক মেজাজ কমেনি। KRK টুইটার হ্যান্ডেলটি এখন আর না থাকলেও কেআরকে বক্স অফিস (KRKBOXOFFICE) নামের প্রোফাইল থেকে টুইট করেন তিনি। ২৭ নভেম্বরও টুইটারে লিখেছিলেন ধর্মা কিংবা YRF শাহরুখ খান, আমির খান, সলমন খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, সঞ্জয় দত্ত, আয়ুষ্মান খুরানা, শাহিদ কাপুর, সইফ আলি খানদের লঞ্চ করেনি। তাঁদের নিয়ে যখন ছবি তৈরি করেছে, তখন তাঁরা তারকা।
Pls note #Dharma or #YRF didn’t launch anyone out of big stars like @iamsrk @aamir_khan @BeingSalmanKhan @akshaykumar @TheJohnAbraham @ajaydevgn @duttsanjay @iTIGERSHROFF @ayushmannk @shahidkapoor #SaifAli or @iHrithik! But they made films with them, when they were already stars.
— KRKBOXOFFICE (@KRKBoxOffice) November 27, 2020
এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ। অনেকেই তাঁকে ‘হিপোক্রিট’ আখ্যা দিয়ে। সুশান্তকে নিয়ে করা পুরনো টুইট শেয়ার করেছেন। যেখানে, কখনও সুশান্তকে খারাপ অভিনেতা বলেছেন, কখনও আবার লিখেছিলেন অর্জুন কাপুর ও সুশান্ত সিং রাজপুতের কেরিয়ার পুরো শেষ হয়ে গিয়েছে। কেআরকে’র এই টুইট সিরিজের গতিপথ ১৮০ ডিগ্রি ঘুরে যায় সুশান্তের মৃত্যুর পর। যখন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের ক্ষমতাশালীদের কাঠগড়ায় তোলেন। তাঁর এই দ্বিচারিতার বিরুদ্ধেই সরব হয়েছেন নেটদুনিয়ার একাংশ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘দেশদ্রোহী কেআরকে’ (#DeshDrohiKRK)।
RT if you think KRK is the biggest hypocrite person ever.#DeshdrohiKRK pic.twitter.com/xh3Jv01O45
— JaSsY JaAt (@Jaspaljat7) November 30, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.