Advertisement
Advertisement
Animal Review

সোশাল মিডিয়ায় ফাঁস ‘অ্যানিম্যাল’-এর আসল চমক! ব্লকবাস্টারের পথে রণবীরের ছবি?

অগ্রিম বুকিংয়েই রেকর্ড ব্যবসা করেছে রণবীরের 'অ্যানিম্যাল'।

Netizens LEAK massy scenes from Ranbir Kapoor’s ‘Animal’ from Morning Show| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 1, 2023 10:58 am
  • Updated:December 1, 2023 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি পেল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। মর্নিং শোয়ের দৌলতে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘অ্যানিম্যাল’-এর রিভিউ। নেটিজেনরা বলছেন, ব্লকবাস্টার হতে চলেছে ‘অ্যানিম্যাল’। অনেকের মতে, ছবির পরতে পরতে রয়েছে চমক। রণবীর আর ববি দেওলের থেকে নাকি চোখ সরানো যাবে না। চমকে দেবে ছবির ক্লাইম্যাক্স। যাঁরা ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন, তাঁদের মতে, বলিউডে এর আগে এমন ছবি তৈরি হয়নি।

ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল ‘অ্যানিম্যাল’ (Animal) ছবির বেশ কিছু দৃশ্য। ফাঁস হল, রণবীরের এন্ট্রি দৃশ্য, বেশ কিছু অ্যাকশন দৃশ্যও। সঙ্গে ফাঁস হয়েছে ছবির ক্লাইম্যাক্স। যা নাকি এই ছবির আসল চমক।

Advertisement

[আরও পড়ুন: রিলিজের আগেই ‘টাইগার’কে টেক্কা! ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙবে ‘অ্যানিম্যাল’?]

ইতিমধ্যেই ‘অ্যানিম্যাল’-এর সাড়ে ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। স্যাকনিক ডট কম-এর রিপোর্ট অনুযায়ী, হিন্দি বেল্টে রণবীরের (Ranbir Kapoor) ছবি অগ্রীম বুকিংয়ে একেবারে ঝড় তুলে দিয়েছে। ৫ লক্ষ ৭৫ হাজারের উপর টিকিট বুক হয়েছে। অন্যদিকে তেলুগু শোয়ের ক্ষেত্রে টিকিট বিক্রির হিসেব ১ লক্ষ ৬৩ হাজার। সবমিলিয়ে রিলিজের আগেই ৩৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘অ্যানিম্যাল’। 

সিনে বাণিজ্য বিশ্লেষকমহলের ভবিষ্যদ্বাণী, উইকএন্ডেই ‘অ্যানিম্যাল’ গোটা বিশ্বের বক্স অফিসে ১০০ কোটি হাঁকাতে পারে! অন্তত অগ্রীম বুকিংয়ের ঝড়, সেদিকেই ইঙ্গিত করছে। ‘অ্যানিম্যাল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এই সেরার সেরা রেকর্ডের মালিক ছিলেন শাহরুখ খান। তাঁর ‘জওয়ান’ আমেরিকার মোট ৮৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। আন্তর্জাতিক ময়দানে রণবীর-প্রেমিকের সংখ্যা কিং খানের মতো নাহলেও ‘অ্যানিম্যাল’-এর রোমহর্ষক, রোমাঞ্চকর অ্যাকশনের দৃশ্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই সর্বত্র হইচই পড়ে গিয়েছে। উল্লেখ্য অগ্রীম বুকিংয়ের নীরিখে কিন্তু ‘টাইগার’ ভাইজান এক্ষেত্রে অনেক পিছিয়ে। এবার প্রশ্ন, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ কি ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙবে?

[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement