Advertisement
Advertisement
Catroon Network

বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক! কী জানাল চ্যানেল কর্তৃপক্ষ?

কার্টুন নেটওয়ার্ক বন্ধ হওয়ার খবর শুনে মন খারাপ অনুষ্কা শর্মারও।

Netizens get nostalgic after news of Cartoon Network’s merger with Warner Bros | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 15, 2022 10:25 am
  • Updated:October 15, 2022 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ ঘণ্টা ধরে টিভির পর্দায় কার্টুন। নয়ের দশকের ছেলেমেয়েরা যেন হাতের মুঠোয় চাঁদ পেয়েছিল। হ্যাঁ, কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের এমনই ম্যাজিক। সিরিয়ালের কচকচানি, কিংবা মোবাইল ফোনের দৌরাত্মের অনেক আগে এই কার্টুন নেটওয়ার্কেই (Cartoon Network) বুঁদ হয়ে থাকত গোটা একটা প্রজন্ম। ‘টম অ্যান্ড জেরি’ থেকে ‘পপাই দ্য সেলার’ কিংবা ‘স্কুবিডু’, ‘পাওয়ার পাফ গার্লস, ‘বাগস বানি এবং লুনি টিউনস’, ‘জনি ব্র্যাভো’। অ্যানিমেশন সিরিজের তালিকা অনেক লম্বা। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত শুধুমাত্র কার্টুন নেটওয়ার্কের পর্দায় চোখ রেখে। যুগের পরিবর্তন ঘটায় চ্যানেলের নাম ‘কার্টুন নেটওয়ার্ক’ থেকে বদলে ‘সিএন’ রাখা হয়। বদলে দেওয়া হয় লোগোও। তবে এই চ্যানেলের ম্যাজিক কিন্তু কমেনি। তবে শোনা যাচ্ছে, সেই চ্যানেলের আর অস্তিত্ব থাকছে না। চ্যানেলের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কার্টুন নেটওয়ার্ক চুক্তিবদ্ধ হয়েছে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদাসের সঙ্গে। আর এই খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ কার্টুন নেটওয়ার্কের ভক্তদের। 

[আরও পড়ুন: OMG! জন্মের পরই বদলে গিয়েছিল মা-বাবা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন রানি মুখোপাধ্যায়]

Advertisement

এই প্রজন্ম মুঠোফোনে ব্যস্ত। ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি, ভিডিও, রিল পোস্টেই আনন্দ খুঁজে চলেছে নব প্রজন্ম। কিন্তু নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে কার্টুন নেটওয়ার্ক একটা আবেগ। তাই তো এই চ্যানেলের বন্ধ হওয়ার খবর ছড়াতেই, চ্যানেলের সঙ্গে জড়িত নানা স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন কার্টুন নেটওয়ার্কের ভক্তরা। এমনকী, কার্টুন নেটওয়ার্কের বন্ধ হওয়ার খবর শুনে দুঃখ পেয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও। অনুষ্কা তাঁর ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে কার্টুন নেটওয়ার্কের প্রতি তাঁর ভালবাসার কথাও জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় যখন কার্টুন নেটওয়ার্ককে ঘিরে শোকপ্রকাশে ব্যস্ত নেটিজেনরা। ঠিক সেই সময়ই খুশির খবর নিয়ে এল চ্যানেল কর্তৃপক্ষ। কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের তরফ থেকে টুইট করে জানানো হল, ‘বন্ধ হচ্ছে না কার্টুন নেটওয়ার্ক। বরং তিরিশ বছরে পা দিয়ে একেবারে নতুন করে আসছে।’ চ্যানেলের এই টুইট পড়ে কিছুটা স্বস্তিতে কার্টুনপ্রেমীরা।

[আরও পড়ুন: শববাহী গাড়িতে বসে থাকা মহিলার দিকে তাকিয়ে ‘ঘেঁটে’ গেলেন মীর, কিন্তু কেন? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement