সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুত কখনোই চাইতেন না, তাঁর ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাক! এর আগে ধর্মা প্রোডাকশনের ‘ড্রাইভ’ হটস্টারে মুক্তি পাওয়ার সিদ্ধান্তেও তিনি মনমড়া হয়ে গিয়েছিলেন। এমনকী ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘ড্রাইভ’ ছবিটি অনলাইনে মুক্তি পাওয়ার জন্য করণ জোহরের সঙ্গে সুশান্তের বেজায় মনোমালিন্যও হয়েছিল। এবার ফের এই বিষয়টি বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সুশান্তের জীবনের শেষ ছবি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই। বেঁচে থাকতেও তাঁর মতো দক্ষ অভিনেতা যেভাবে অবহেলিত হয়েছে ইন্ডাস্ট্রিতে, মৃত্যুর পরও কি তাঁকে একটু সম্মান দেওয়া যেত না? প্রশ্ন তুলেছেন অনেকেই।
আগামী ২৪ জুলাই সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) শেষ ছবি ‘দিল বেচারা’ (Dil Bechara) মুক্তি পাচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে। কিন্তু যে অভিনেতাকে নিয়ে এত আবেগ, তাঁর জীবনের শেষ ছবি মুক্তির কেন হটস্টারকেই বেছে নেওয়া হল? কেন ছবির নির্মাতারা বড়পর্দাকে বেছে নিলেন না? অতঃপর নেটদুনিয়ায় এখন দাবি উঠেছে, “সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র বড় পর্দায় মুক্তি চাই, ওয়েব প্ল্যাটফর্মে নয়!”
সত্যিই তো, যে ছবি সিনেমা হলে গিয়ে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন সুশান্তের লক্ষ লক্ষ অনুরাগীরা, ভালবাসায় হল ভরিয়ে দিতে চেয়েছিলেন, সেই ছবিই কিনা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে! মেনে নিতে পারছেন না অনেকেই। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ‘দিল বেচারা’র পরিচালক মুকেশ ছাবড়া (Mukesh Chabra) একটি আবেগঘন পোস্ট করে ঘোষণা করেছেন যে এই ছবি হটস্টারে মুক্তি পাওয়ার কথা। হটস্টারের পক্ষ থেকেও বড় ঘোষণা করা হয়েছে। ব্যবসায়িক লাভ-লোকসানের হিসেব না কষে তাঁরা ঘোষণা করেছেন যে এই ছবিটি সবাই দেখতে পাবে। এদিনই নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেকথা জানিয়ে হটস্টার কর্তৃপক্ষ লিখেছেন, “এ এক আশা, ভালবাসা আর অফুরন্ত স্মৃতির গল্প। সুশান্ত সিংহ রাজপুতের ঐতিহ্যকে অনুভব করার অন্যতম উপায়।”
আর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা শুনেই বেজায় চটে গিয়েছেন ভক্তরা। অনেকেই আঙুল তুলেছেন ছবির প্রযোজনা সংস্থা ও পরিচালকের উপর। তাঁদের কথায়, “এতগুলো ছবি কেড়ে নেওয়ার পরও আপনারা শেষ ছবির ক্ষেত্রেও এরকম সিদ্ধান্ত নিলেন!” প্রসঙ্গত ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ৮ মে। কিন্তু করোনা আবহে সেই সুযোগ আপাতত নেই। তাই অগত্যা ডিজিটাল প্ল্যাটফর্মকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু এই যুক্তিকে মানতে নারাজ অনেকেই। তাঁদের বক্তব্য, “বলিউডের এতগুলো নামজাদা অভিনেতা-অভিনেত্রীদের বড় বাজেটের ছবি মুক্তি অপেক্ষা করতে পারলে, সুশান্তের শেষ ছবির ক্ষেত্রেও কি অপেক্ষা করা যেতে না?”
#DilBechara should be Released in Theatres not on Online streaming Platform.If Dil Bechara will be Released on Streaming platform then No Bollywood movies should be released in Theatres. We will stop it.
We will make it Blockbuster. We will make it India’s Highest Earning Movie. pic.twitter.com/DBfKO0Ux4K— चौधरी अभिषेक पटेल (@abhismart780) June 25, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.