Advertisement
Advertisement

Breaking News

Aishwarya Rai Bachchan

‘জামাকাপড়, চুলের এ কী অবস্থা?’, বিমানবন্দরে কটাক্ষের শিকার ঐশ্বর্য রাই বচ্চন!

বচ্চনবধূর ফ্যাশন সেন্স নেটপাড়ায় তুমুল চর্চা।

Netizens Brutally Trolled Aishwarya Rai Bachchan For Airport Look | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 22, 2023 5:18 pm
  • Updated:July 22, 2023 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারপোর্ট লুক নিয়ে বলিউডের সব তারকারাই কম-বেশি সচেতন। কেউ দামি ব্র্যান্ডেড পোশাকে নজর কাড়েন তো কেউ বা আবার লক্ষ টাকার ডিজাইনার অ্যাকসেসরিজে। কিন্তু ঐশ্বর্য রাই বচ্চনের সেসব বালাই নেই! পোশাক, সাজগোজের পরোয়া না করে বিমানবন্দরের ফটোশিকারিদের লেন্সের সামনে ধরা দিলেন তিনি। আর ‘বচ্চনবধূ’র ড্রেসকোড নিয়েই এখন তুমুল চর্চা নেটপাড়ায়।

দিন কয়েক আগেই গিয়েছিলেন ঘুরতে। এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বইতে ফিরলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। শনিবার সাত সকালে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল তারকা দম্পতির। পাপ্পারাজিদের দেখেই করজোরে প্রণাম করে অভিবাদন জানাল বচ্চন পরিবারের খুদে সদস্য। আর অমিতাভের নাতনির এমন মিষ্টি ব্যবহার নিয়ে যখন নেটপাড়া প্রশংসায় পঞ্চমুখ, তখন মা ঐশ্বর্যর সাজপোশাক নিয়ে একেবারে গেল গেল রব জুড়ে দিয়েছেন ‘নেটদুনিয়ার ফ্যাশনিস্তারা’।

Advertisement

[আরও পড়ুন: টানা ৯ দিন হাসপাতালে মৌনী রায়! আরোগ্য কামনায় শুভশ্রী, আচমকা কী হল অভিনেত্রীর?]

‘বচ্চনবধূ’র ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুললেন নিন্দুকরা। কারও প্রশ্ন, ‘আপনার কি ফ্যাশন বোধ একেবারেই চলে গিয়েছে।’ কারও কটাক্ষ, ‘এভাবে চুল কে হাইলাইট করায়? মনে পড়ছে না, শেষ কবে কেউ এভাবে চুল হাইলাইট করিয়েছে!’ কেউ বলছেন, ‘সেই এক কালো রঙের ওভারসাইজড কোট পরে চলে এসেছেন!’ কারও মন্তব্য, ‘কেন জানি না মনে হয়, ঐশ্বর্য বোধহয় মানসিকভাবে খুব কষ্টে আছেন। বিয়ের পর থেকেই ওঁর স্টাইল স্টেটমেন্ট দিন দিন কেমন জৌলুস হারাচ্ছে!’ নেটপাড়ার একাংশ ঐশ্বর্য রাই বচ্চনকে কটাক্ষ করে বলছেন, ‘এ একেবারে ফ্যাশন বিপর্যয়’।

[আরও পড়ুন: ‘অঙ্ক কী কঠিন’! পরীক্ষার খাতায় শূন্য, ডাহা ফেল নিয়ে ‘বুক চাপড়ে’ কটাক্ষের মুখে রণবীর সিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement