Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

‘স্লিম হলে বেশি সুন্দর লাগবে’, শরীর নিয়ে কুমন্তব্যের কড়া জবাব শুভশ্রীর

স্ক্রিনশট শেয়ার করেই মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী।

Netizens ask actress Subhashree Ganguly to lose weight, here is how she replied | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 10, 2021 12:36 pm
  • Updated:July 10, 2021 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর নিয়ে নেতিবাচক কথা শুনতে হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। রোগা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। সেই স্ক্রিনশট শেয়ার করেই মোক্ষম জবাব দিলেন রাজ-পত্নী।

অভিনেত্রীর পরিচিত একজনকে সরাসরি মেসেজ করে এই মন্তব্য করা হয়েছিল। যাতে লেখা হয়েছিল, “তুমি তো শুভশ্রী দিদির খুব কাছে আছো তাই তোমার কাছে একটা অনুরোধ. প্লিজ শুভশ্রীদিকে বলো আগের মতো আরও স্লিম হতে। আরও স্লিম হলে আরও বেশি সুন্দর লাগবে।”

Advertisement

Subhashree Instagram story

[আরও পড়ুন: কেন বুড়ো মানুষকে দিয়ে গাড়ির দরজা খোলাচ্ছেন? প্রশ্নের মুখে অভিনেত্রী কিয়ারা আডবাণী]

এর জবাব দিয়ে জানানো হয়েছে, শিশুর জন্ম দেওয়ার পর একজন মহিলার শরীরে নানা পরিবর্তন হয়। অনেক জটিলতা তৈরি হয়। আর ওজন কমানো জোনও ভোজবাজির মতো জাদু নয়। শুভশ্রী তারকা হলেও একজন রক্তমাংসের মানুষ। সুতরাং শুভশ্রী নিজের ওজন কমাবেন কি না কমাবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। প্রত্যেকটি বডিটাইপ সুন্দর বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত মেসেজের স্ক্রিনশট ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করেছেন অভিনেত্রী। পাশাপাশি বন্ধুদের সঙ্গে পার্টি করার ভিডিও-ও স্টোরি হিসেবে শেয়ার করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

এক বছরও হয়নি ছেলে যুবানের জন্মের। এর মধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিয়মিত ‘ডান্স বাংলা ডান্স’ শুটিং করেন তিনি। নির্বাচনের সময় স্বামী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল। এর মধ্যেই আবার করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। বেশ কয়েকদিনের আইসোলেশনের পর কোভিড জয় করেছিলেন। সে সময়ও ট্রোল হতে হয়েছিল টলিপাড়ার নায়িকাকে। সেই সময়ও ট্রোলের জবাব দিয়েছিলেন নায়িকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

[আরও পড়ুন: ভিডিও শেয়ার করে শ্রীময়ীর ‘রোহিত সেন’কে জন্মদিনের শুভেচ্ছা ‘জুন আন্টি’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement