Advertisement
Advertisement

Breaking News

Farah Khan Ganesh Chaturthi

চপ্পল পরে গণেশ পুজো! সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েও কটাক্ষের শিকার ফারহা খান

হুমা, পত্রলেখাকে নিয়ে গণেশ আরাধনা করে খোঁটা শুনলেন ফারহা।

Netizen slams Farah Khan Kunder for wearing slippers during Ganesh Puja | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 20, 2023 2:52 pm
  • Updated:September 20, 2023 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা মুম্বইতে এখন সাজ সাজ রব। গণপতি উৎসবে মেতেছেন সকলে। বলিউড তারকাদের পাশাপাশি টলিউডের তারকারাও গণেশ চতুর্থী পালন করছেন। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই চোখে পড়ছে সেলেবদের গণেশবন্দনার একাধিক ছবি। পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খানও (Farah Khan) গণপতি উৎসবের আমেজে গা ভাসিয়েছেন।

গণপতি আরাধনার ছবি শেয়ার করে ফারহা খান ক্যাপশনে লিখেছেন- “শুভ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)। সকলকে খান, কুরেশি আর রাও/পলের তরফে ভালবাসা জানাচ্ছি। বিঃ দ্রঃ- রাজকুমার রাও তুমি এতটাই ব্যস্ত ছিলে যে তোমাকে ছাড়াই ছবিটা তুলে ফেললাম।”

Advertisement

মঙ্গলবার এই গণেশ আরাধনার ছবি শেয়ার করেই বিপাকে পড়েছেন ফারহা। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েও খোঁটা শুনতে হল কোরিওগ্রাফার তথা পরিচালককে। ফারহার ইনস্টাগ্রামের ছবিতে দেখা গেল বলিপাড়ার দুই অভিনেত্রী- হুমা কুরেশি, পত্রলেখা পলকেও। সকলেই করজোরে গণপতির সামনে দাঁড়িয়ে। সবার পদবী উল্লেখ করে সম্ভবত ধর্ম নির্বিশেষে গণেশ উৎসবে মেতে ওঠার বার্তাই দিতে চেয়েছেন ফারহা খান। তবে পরিচালকের সঙ্গে দুই নায়িকাকে দেখা গেলেও নেটপাড়ার একাংশের চোখ পড়ল ফারহা খানের পায়ে থাকা চপ্পলের দিকে। ব্যস, অমনি কটাক্ষের ঝড়!

নেটদুনিয়ার জনৈক নীতিপুলিশের দাবি, “ঠাকুরের পুজোর সময়ে অন্তত চপ্পলটা তো খুলে নেবেন!” আবার কেউ অন্য দুই অভিনেত্রীর বিরুদ্ধে ফতোয়া জারি করার কথা বললেন। সেসব নেগেটিভ কমেন্ট নজর এড়ায়নি ফারহার। পালটা পরিচালকের জবাব, “আমরা আসলে বাইরে ছিলাম। ধন্যবাদ।” এখানেই অবশ্য শেষ নয়! হুমা কুরেশির পদবীর বানান ভুল করায় পালটা নায়িকা ফারহাকে শুধরে নেওয়ার আর্জি জানান। অন্যদিকে, পত্রলেখাও কমেন্ট বক্সে মত জানান যে, বিয়ে হয়ে গেলেও তাঁর পদবী এখনও পল-ই রয়েছে।

[আরও পড়ুন: ‘গণপতিকে স্বাগত’, বিঘ্নহর্তার আরাধনায় মাতলেন শাহরুখ খান]

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর থেকে মুম্বইতে শুরু হয়েছে গণপতি উৎসব। তারকারাও কেউ নিজেদের বাড়িতে বাপ্পাকে স্বাগত জানিয়ে ধুমধাম করে পুজো করছেন, আবার কেউ বা জনপ্রিয় মণ্ডপগুলিতে ঢুঁ মারছেন।

[আরও পড়ুন: বিগ ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং! সেজে উঠছে রাঘব-পরিণীতির বাড়ি, বিয়ের প্রস্তুতি তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement