Advertisement
Advertisement

Breaking News

Bipasha Basu

বাবা, বেবি ও বিপাশা! ‘দায়িত্ববান নাগরিক হন’, জন্মদিনে মালদ্বীপে গিয়ে কটাক্ষের শিকার নায়িকা

ভারতীয় পর্যটকদের মালদ্বীপ বয়কটের মাঝেই জম্পেশ জন্মদিন পালন বঙ্গকন্যা বিপাশা বসুর।

Netizen slams Bipasha Basu for celebrating birthday amid Maldives boycott row | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 7, 2024 4:27 pm
  • Updated:January 7, 2024 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে দেবীর অসুস্থতার ঝড়-ঝাপটা সামলে বর্তমানে সুখের ঘরকন্না বিপাশা বসুর (Bipasha Basu)। কোনও সিনেমা, সিরিজের কাজে হাত দেননি! অভিনেত্রী এখন পুরোদস্তুর মায়ের দায়িত্ব সামলাচ্ছেন। মেয়ে দেবীকে নিয়েই সময় কাটে তাঁর। এদিকে ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে স্বামী করণ সিং গ্রোভারের ছবি ‘ফাইটার’। ব্যস্ত শিডিউলের ফাঁকেই বাবা, বেবি-সহ বিপাশা গেলেন মালদ্বীপে। এদিকে সেদেশের মন্ত্রীর কথায় ভারতীয়রা বর্তমানে রাগে ফুঁসছেন! অতঃপর সেই রাগ অভিনেত্রীর ইনস্টা পোস্টে দেখানোর সুযোগও হাতছাড়া করলেন না তাঁরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

Advertisement

৭ জানুয়ারি বিপাশা বসুর জন্মদিন। ৪৫-এ পা দিলেন অভিনেত্রী। তাই জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করতে দিন দুয়েক আগেই মালদ্বীপে গিয়েছেন বিটাউনের বঙ্গকন্যা। সেখান থেকেই একের পর এক ছবি দিয়ে অনুরাগীদের চমকে দিলেন। কোথাও করণ-বিপাশাকে দেখা গেল সুইমিং পুলের নীল জলরাশির মাঝে দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট রাখতে। কোলে খুদে দেবী। আবার কোথাও বা স্বামীর কাঁধে মাথা দিয়ে আদুরে ছবি পোস্ট করলেন বিপাশা বসু। সবমিলিয়ে মালদ্বীপে যে বঙ্গকন্যার জন্মদিন জমজমাট, তা দেখেই বোঝা যায়। আর সেই প্রেক্ষিতেই নেটপাড়ায় কটাক্ষের শিকার হতে হল বিপাশা বসুকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

[আরও পড়ুন: রণবীর-রশ্মিকা-তৃপ্তিও ম্লান! বন্য পার্টিজুড়ে শুধুই ‘দেওল দাপট’, ফ্যানকে ধাক্কা দেওয়ায় চটলেন ববি]

ভারতীয় পর্যটকদের মালদ্বীপ বয়কটের মাঝেই সেখানে জম্পেশ জন্মদিন পালন বিপাশা বসুর। ভারতের সমুদ্রসৈকতগুলো নোংরা আর দুর্গন্ধে ভরা। মালদ্বীপের মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই সোশাল মিডিয়ায় পালটা দিয়েছেন দেশের আমজনতা। ইতিমধ্যেই ট্রেন্ডিং হয়েছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ (Maldives)। তার মধ্যেই বহু নেটিজেনের দাবি, মালদ্বীপযাত্রা বাতিল করছেন তাঁরা। আগে থেকে টিকিট কাটা থাকলেও তা ক্যানসেল করে দিয়েছেন অনেকেই। এহেন পরিস্থিতিতে স্বামী, সন্তান নিয়ে মালদ্বীপে জন্মদিন সেলিব্রেট করছেন বিপাশা বসু।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

[আরও পড়ুন: বিয়ের আগে যোগব্যায়াম প্র্যাকটিস! উদয়পুরে সদলবলে পৌঁছেই আমিরকন্যা ইরার কীর্তি ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement