Advertisement
Advertisement
Netflix

সিনেমার পোস্টারে নাবালিকাদের অশালীন ছবি! তীব্র নিন্দার মুখে পড়ে ক্ষমা চাইল Netflix

কোন সিনেমার জন্য সমালোচনার মুখে OTT প্ল্যাটফর্মটি?

Netflix petition for French ‘Cuties’
Published by: Suparna Majumder
  • Posted:August 21, 2020 7:00 pm
  • Updated:August 21, 2020 11:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে OTT প্ল্যাটফর্মগুলির কদর বেড়েছে।  এই তালিকায় উপরের সারিতেই রয়েছে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স (Netflix)। মার্চ মাসের পর থেকে প্রতি মাসেই বেড়েছে ওয়েব প্ল্যাটফর্মটির দর্শক সংখ্যা। একের পর এক নতুন সিনেমা-সিরিজ মুক্তি পাচ্ছে অনলাইনে। এরই মধ্যে ফরাসি সিনেমা ‘কিউটিজ’ (Cuties) নিয়ে বিপাকে পড়তে হল নেটফ্লিক্সকে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়ে চাইতে হল ক্ষমা।

[আরও পড়ুন:প্রয়াত তারকাদের স্মরণে, মহালয়ায় ‘হইচই’-এ আসছে ‘তারাদের শেষ তর্পণ’]

কামিং এজ কমেডি ড্রামা ‘কিউটিজ’। ছবির কাহিনি এগারো বছরের এমিকে নিয়ে। সমাজের বিধি-নিষেধের বেড়াজাল টপকে নাচ শিখতে চায় এমি। তার সংগ্রামের কাহিনি সিনেমায় তুলে ধরেছেন পরিচালক মাইমুনা দুকোরে (Maïmouna Doucouré)। এপ্রিলে ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ছবিটির। কিন্তু করোনা সংকটের জেরে তা মুক্তি পায়নি। পরে তা নেটফ্লিক্সে মুক্তি পায়। ছবির পোস্টার নিয়ে আপত্তি তুলেছে নেটদুনিয়ার একাংশ। অভিযোগকারীদের মতে, পোস্টারে কিশোরী অভিনেত্রীদের অশালীনভাবে তুলে ধরা হয়েছে। তাদের নাচের ভঙ্গিমাও আপত্তিজনক। হাজারেরও বেশি মানুষ এনিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটফ্লিক্সের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

Advertisement

 

[আরও পড়ুন: বিয়ার গ্রিলসের সঙ্গে দুঃসাহসিক অভিযানে নজরকাড়া অক্ষয়, প্রকাশ্যে শোয়ের টিজার]

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়ে ছবির পোস্টারের জন্য ক্ষমা চেয়েছে নেটফ্লিক্স। অবশ্য ছবিটি এখনও পর্যন্ত বিনা বাধায় দেখা যাচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে। অনলাইনে রয়েছে ট্রেলারও।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement