সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?’ ভারতীয় ছবির ইতিহাসে মাইলস্টোন তৈরি করা ‘বাহুবলী’র প্রথম পর্বটি দেখে দীর্ঘদিন ধরে এ প্রশ্নই ঘুরপাক খেয়েছিল সিনেপ্রেমীদের মনে৷ ছবির সিক্যুয়েলে মিলেছিল তার উত্তর৷ কোনও সিনেমা নিয়ে যে এই পরিমাণ পাগলামি করা যায়, তা ‘বাহুবলী’ মুক্তি না পেলে হয়তো অজানাই থেকে যেত৷ তাই তো ছবির সিক্যুয়েলের পরও দর্শকদের চাহিদা ফুরিয়ে যায়নি৷ মনে হয়েছিল, যদি আরও একটা পর্ব তৈরি হয়৷ যদি আবার কয়েক মুহূর্তের জন্য হয়ে ওঠা যায় মাহেশমতীর বাসিন্দা৷ থ্রি-ডি চশমা চোখে যদি মহেন্দ্র বাহুবলী, ভল্লালদেব, শিবগামীদের কাছে আরও একবার ফেরা যায়! দর্শকদের মনের ইচ্ছা হয়তো বুঝতে পেরেছে নেটফ্লিক্স৷ কারণ দর্শকদের প্রার্থনায় সাড়া দিতে চলেছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম৷ আরও একবার পর্দায় জীবন্ত হতে চলেছে মাহেশমতী সাম্রাজ্য৷
অমরেন্দ্র এবং মহেন্দ্র বাহুবলীর ছোট থেকে বড় হয়ে ওঠা, রাজ্যাভিষেক, প্রেম-বিবাহ, প্রতিশোধ, সবই দেখে ফেলেছেন দর্শকরা৷ তাহলে এবার কী থাকছে তাঁদের জন্য? এবার আরও বড় চমক৷ বৃহস্পতিবার নেটফ্লিক্সের তরফে জানানো হল, এবার রাজমাতা শিবগামীদেবীর জীবনী ফুটে উঠবে পর্দায়৷ ঠিক যেমন অক্ষয় কুমারের ‘বেবি’ ছবির প্রিলিউড হিসেবে বলিউডে তৈরি হয়েছিল ‘নাম শাবানা’৷ তবে পার্থক্য একটাই৷ এবার ওয়েব সিরিজ হিসেবে আসতে চলেছে বাহুবলীর প্রিলিউড৷ মোট ন’টি পর্বে দেখানো হবে শিবগামীর জীবন৷ লেখক আনন্দ নীলকান্তর বই ‘দ্য রাইজ অফ শিবগামী’ থেকেই অনুপ্রাণিত এই কাহিনি৷
‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি জানাচ্ছেন, মাহেশমতীর সাম্রাজ্য বহুদূর বিস্তৃতি৷ সেখানে বাস বিভিন্ন চরিত্রের৷ ‘বাহুবলী দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী দ্য কনক্ল্যুশন’-এ তার অনেকখানি তুলে ধরা হয়েছিল৷ তবে আরও অনেক কিছু দেখানো বাকি৷ বাহুবলী সিরিজের তেমনই একটি প্রিলিউড শিবগামীর উত্থান৷ সাম্রাজ্যের পত্তন, রাজনীতি, শক্তিবৃদ্ধি, সবই থাকবে এই কাহিনিতে৷ কিন্তু ওয়েব সিরিজে আগের মতোই সেই উন্নত ভিজুয়াল গ্রাফিক্স চোখে পড়বে তো? নির্মাতার কথায়, একই মেজাজ, দম্ভ, মাধুর্য, ভিজুয়াল এফেক্ট নিয়ে ফিরবে বাহুবলীর প্রিলিউড৷ কেবল প্ল্যাটফর্মটাই পালটাচ্ছে৷ নেটফ্লিক্সের সৌজন্যে আবার বাহুবলীকে নিয়ে শুরু হবে চর্চা৷ আর কী চাই?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.