সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। বিভিন্ন কারণে তাঁকে কটাক্ষও করা হয়েছে। ইদানীং তাঁকে খুব কমই বড় পর্দায় দেখা যায়। কথা হচ্ছে অভিনেতা নীল নীতিন মুকেশের। ২০০৯ সালে ক্যাটরিনা কইফের সঙ্গে জুটি বাঁধেন নায়ক। পর্দায় এই জুটির রসায়ন দর্শককে বেশ মুগ্ধও করেছিল। ক্যামেরার সামনে তাঁদের কেমিস্ট্রি যতই আকর্ষণীয় হোক না কেন ক্যামেরা বন্ধ হলেও বদলে যেত সব সমীকরণ। বলিসূত্র বলছে, অফস্ক্রিন তাঁদের সম্পর্ক মোটেই ভালো ছিল না। একটি সাক্ষাৎকারে সে কথাই প্রকাশ্যে স্বীকার করেন নীল। শুটিংয়ের প্রথম দিকে তাঁদের যে একেবারেই বনিবনা হত না এমনটাই বলেছেন তিনি।
নীল বলেন, “শুটিংয়ের প্রথম দিনেই ক্য়াটরিনার সঙ্গে আমার ঝামেলা শুরু হয়। তাই যত না বন্ধুত্ব তৈরি হয়েছিল তার চেয়ে বেশি নেতিবাচক ভাবনাই তৈরি হয়েছিল ওর প্রতি। আমরা একসঙ্গে প্রথম দৃশ্যের শুটিং করছিলাম আর ঝগড়া চালিয়ে গিয়েছিলাম। ফলে বারবার কাটও হচ্ছিল। শেষে আমি ওর কাছে জানতে চাই, কী সমস্যা? ওর নাকি সমস্যা ছিল আমার গায়ের রং নিয়ে। পরে শুনেছি, আমি যে চরিত্রে অভিনয় করছি, তা নিয়ে ওর সমস্যা ছিল। তিনি ক্রমাগত আমার পিছনে লাগছিলেন, আর আমি রেগে যাচ্ছিলাম। কারণ আমি সবে একটা ইনটেন্স ফিল্মে কাজ করে এসেছিলাম।”
যদিও ছবির শুটিং শেষ হওয়ার আগেই নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন তাঁরা। অভিনেতা জানান,পরে ক্যাটরিনার সঙ্গে কথা বলে বুঝেছিলেন তিনি মোটেই নায়কের উপর রাগ করে নেই। উল্টে নায়িকা খুবই দুশ্চিন্তায়। কারণ এমন গম্ভীর একটি বিষয়ে কাজ করার আগেই তিনি কমেডি চরিত্রে অভিনয় করে এসেছেন। বর্তমানে ক্যাটরিনা এবং নীল খুবই ভাল বন্ধু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.