Advertisement
Advertisement
RG Kar Doctor Death

‘আমার মেয়ে ৬ বছরের’, RG Kar নির্যাতিতার খবরে রাতভর ডুকরে কেঁদেছেন নীল নীতিন মুকেশ

কলকাতার ঘটনায় রাতের ঘুম উড়েছে নীল নীতিন মুকেশের।

Neil Nitin Mukesh cried, Admits Being Scared After RG Kar Doctor Death
Published by: Sandipta Bhanja
  • Posted:August 23, 2024 4:32 pm
  • Updated:August 23, 2024 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনায় (RG Kar Doctor Death) এবার মুখ খুললেন নীল নীতিন মুকেশ (Neil Nitin Mukesh)। বাংলার ঘটনায় মুম্বইতে বসেই বিনিদ্র রজনী কাটাচ্ছেন কন্যাসন্তানের বাবা নীল। বলিউড অভিনেতার মন্তব্য, “আমার ছয় বছরের মেয়ে রয়েছে। আর জি কর হাসপাতালের তরুণী ডাক্তারের সঙ্গে হওয়া নির্যাতনের খবর পড়ে ঘণ্টাখানেক কেঁদেছি মেয়ের চিন্তায়।”

বাংলার আন্দোলন যে রাজ্যের গণ্ডি পেরিয়ে আগেই মায়ানগরী অবধি পৌঁছেছে, ১৪ আগস্ট রাতেই সেটা বোঝা গিয়েছিল। করিনা কাপুর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, সোনাক্ষী সিনহা থেকে রিচা চাড্ডা, নীনা গুপ্তার পাশাপাশি হৃতিক রোশন, আয়ুষ্মান খুরানা-সহ অনেকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলেছেন। এবার সরব হলেন নীল নীতিন মুকেশ। আর জি কর কাণ্ডের পর আবারও মেয়েদের নিরাপত্তা ইস্যু বলিউড অভিনেতার কপালে ভাঁজ ফেলে দিয়েছে!

Advertisement

বলিউড অভিনেতা জানান, “ঘটনাটা প্রথম যখন শুনি, তখন আমার স্ত্রী, কন্যা ছিল শ্বশুরবাড়িতে। আর আমি একা আমার বাড়িতে ছিলাম। কলকাতার তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনাটা শুনে এতটাই কষ্ট হয়েছিল যে, প্রায় ঘণ্টাখানেক চুপ ছিলাম। চোখের জল কিছুতেই বাঁধ মানছিল না। মনে আছে, সেদিন রাতেই স্ত্রীকে ফোন করে এই বিষয়ে কথা বলার চেষ্টা করি। আমারও তো মেয়ে রয়েছে। ওর বয়স ৬ বছর। বাবা হিসেবে তাই ভয় হয় মেয়ের ভবিষ্যৎ নিয়ে।” নীলের সংযোজন, “আমি খুব আবেগপ্রবণ একজন মানুষ। আমার কাছের মানুষরা সকলেই জানেন যে আমি আদ্যোপান্ত পারিবারিক একটা মানুষ। মেয়ের সঙ্গে কত রিলস ভিডিও শেয়ার করি। সব বাবাদের মতো আমারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়। কাল ও বড় হবে। ওর কী হবে? এহেন নানা দুশ্চিন্তা আমাকে গ্রাস করে।”

[আরও পড়ুন: ‘এগিয়ে আসুন, একসঙ্গে লড়ব’, ধর্ষণের হুমকি নিয়ে প্রতিবাদের ডাক মিমির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement