Advertisement
Advertisement

Breaking News

Dev

আবাসনের অন্দরে ব্যবসা! দেবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ প্রতিবেশী

কী অভিযোগে অভিযুক্ত তারকা?

Neighbor Have this problem with Bengali actor Dev | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 18, 2023 5:00 pm
  • Updated:March 18, 2023 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রতিবেশী। অভিযোগ, অভিনেতা-প্রযোজক নিজের থাকার ফ্ল্যাটটি ব্যবসার কাজে ব্যবহার করছেন। আর তাতেই সমস্যার সৃষ্টি হচ্ছে। মামলাটি হাই কোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে উঠলে কর্পোরেশনে পাঠিয়ে দেওয়া হয়।

সাউথ সিটি মলের পিছনের আবাসনে দেবের ফ্ল্যাট। তার ঠিক নিচের ফ্ল্যাটেই অভিযোগকারী থাকেন। নাম নিকোলাস ওয়াডেন বার্ড। কলকাতা হাই কোর্টে দেবের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি। বার্ডের পক্ষ থেকে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সওয়াল করেছিলেন আইনজীবী পার্থসারথী দেব বর্মন। ফোনে সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি বিষয়টি সম্পর্কে জানান।

Advertisement

[আরও পড়ুন: সম্পর্কের জটিলতায় পথ হারিয়েছে পরমব্রত-ইশার ‘ঘরে ফেরার গান’-এর গল্প, পড়ুন রিভিউ]

শোনা যায়, কয়েক বছর আগে নিকোলাসবাবুর স্ত্রী স্ট্রোকের শিকার হন। তারপর থেকেই অসুস্থ থাকেন তিনি। অভিযোগ, দেবের ফ্ল্যাটটি রেসিডেনশিয়াল। কিন্তু সেখানে তারকার প্রযোজনা সংস্থা এবং সিনেমা সংক্রান্ত নানা কাজ হয়। এতে সমস্যা হয়। বিষয়টি বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তখনই আদালতের দ্বারস্থ হন নিকোলাস ওয়াডেন বার্ড।

আইনজীবী পার্থসারথী দেব বর্মন জানান, বিষয়টি ডিভিশন বেঞ্চে জানানো হলে বিচারপতি তা কর্পোরেশনে পাঠান। সেখানে ইতিমধ্যেই সমস্ত কিছু জানানো হয়েছে। আইনজীবী আশা করছেন, আগামী দু-তিন দিনের মধ্যে কর্পোরেশনের পক্ষ থেকে রায় দেওয়া হবে। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নাকি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দেব। জানিয়েছেন, তিনি নিজের ফ্ল্যাটে মোটেও ব্যবসার কাজ করেন না এবং কারও অসুবিধা হয় এমন কাজও কখনও করা হয়নি।

[আরও পড়ুন: ‘বাড়িতে ঢুকলেই গুলি করা হবে’, দরজার বাইরে ফলক ঝুলিয়ে হুমকি কঙ্গনার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement