Advertisement
Advertisement

Breaking News

Neha Marda

মা হলেন ‘বালিকা বধূ’র অভিনেত্রী নেহা, কলকাতার হাসপাতালে জন্ম নিল ফুটফুটে সন্তান

সোশ্যাল মিডিয়ায় সদ্যজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন নেহা।

Neha Marda Delivers A Baby Girl After Facing Pregnancy Complications| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 8, 2023 1:15 pm
  • Updated:April 8, 2023 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অভিনেত্রী নেহা মারদা। কলকাতার এক বেসরকারি হাসপাতালেই একটি ফুটফুটে কন্য়া সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। শারীরিক জটিলতার মধ্য়ে দিয়েই জন্ম নিল নেহার সন্তান। সোশ্যাল মিডিয়ায় সদ্যজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন নেহা।

Advertisement

২০২২ এর নভেম্বর মাসে এই অভিনেত্রী তাঁর মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা জানিয়েছেন তাঁর মা হওয়া নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল ডাক্তার। আসলে আমার রক্তচাপ নিয়ে একটু সমস্য়া ছিল। তবে ভগবানের কৃপায় সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: ‘অভিনেত্রীকে বিয়ে নয়’, প্রেমের ব্যাপারে বাবাকে অনুকরণে রাজি নয় মিঠুনপুত্র নামাসি!]

নেহা আরও জানান, এই সপ্তাহেই তাঁরা বাড়ি ফিরে যেতে পারবেন। তিনি বলেন, ‘আমায় হয়তো এই সপ্তাহের শেষেই ছুটি দিয়ে দেওয়া হবে। মেয়েকে পনেরদিন রেখে তারপর ছাড়বে। প্রিম্যাচিওর বেবি হওয়ায় পনেরো দিন মতো এনআইসিইউতে রাখা হবে।

[আরও পড়ুন: ‘রাজি থাকলে বিয়ে করতে পারি’, নাম না করে উর্বশীকে বিয়ের প্রস্তাব নাসিম শাহর!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub