Advertisement
Advertisement
Neha Dhupia and Angad Bedi welcome a baby boy

ঘরে এল নতুন সদস্য, এবার দ্বিতীয় সন্তানের মা হলেন নেহা ধুপিয়া

অঙ্গদ বেদি সোশ্যাল মিডিয়ায় সুখবর জানান।

Neha Dhupia and Angad Bedi welcome a baby boy । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 3, 2021 4:03 pm
  • Updated:October 3, 2021 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারে এল নতুন সদস্য। এবার পুত্রসন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া (Neha Dhupia)। রবিবার সোশ্যাল মিডিয়ায় সুসংবাদ জানান তাঁর স্বামী অঙ্গদ বেদি। নেহা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন। উল্লেখ্য, এর আগে কন্যাসন্তানের মা হয়েছিলেন নেহা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ANGAD BEDI (@angadbedi)

Advertisement

[আরও পড়ুন: মাদক কাণ্ডে নাম জড়িয়েছে ছেলের, ছবির শুটিংয়ে স্পেন যাওয়া স্থগিত শাহরুখ খানের]

২০০২ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন নেহা ধুপিয়া৷ তারপরই হিন্দি ছবির জগতে যাত্রা শুরু৷ অভিনয়ের ফাঁকে মন দেওয়া-নেওয়ার পালাও সেরে ফেলেন তিনি৷ জীবনসঙ্গী হিসাবে বেছে নেন কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অভিনেতা অঙ্গদ বেদিকে৷ ২০১৮ সালে সোনমের বিয়ে নিয়ে যখন মেতে উঠেছিল গোটা বি-টাউন, ঠিক তখনই ১০ মে চুপিসারে চারহাত এক হয় নেহা-অঙ্গদের (Angad Bedi)৷ বিয়ের কয়েক মাস পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে অন্তঃসত্ত্বা নেহার একের পর এক ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha Dhupia (@nehadhupia)

এ খবর প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় বেশ চর্চায় চলে আসেন নেহা। কারণ, নেটিজেনদের অনেকেই মনে করেন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সেকথা মেনেও নিয়েছিলেন অঙ্গদ বেদি৷ তারই মাঝে ২০১৮ সালের ১৮ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।

চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন নেহা। রবিবারই মা হলেন তিনি। এবার পুত্রসন্তানের জন্ম দিলেন নেহা। কাকতালীয়ভাবে তিন বছর আগে রবিবারই কন্যাসন্তানের মা হয়েছিলেন তিনি। অঙ্গদ বেদি সোশ্যাল মিডিয়ায় সেকথা শেয়ার করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha Dhupia (@nehadhupia)

[আরও পড়ুন: মুম্বইয়ের ক্রুজে রেভ পার্টির ঘটনায় আটক শাহরুখপুত্র আরিয়ান, নজরে হোয়াটসঅ্যাপ চ্যাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement