Advertisement
Advertisement

Breaking News

Neetu Singh

বউমাকে টেক্কা শাশুড়ির! আলিয়ার ৩৭ কোটির বাংলোর পরই বিলাসবহুল বাড়ি কিনলেন নীতু সিং

দাম জানলে চমকে যাবেন!

Neetu Kapoor purchases luxury apartment| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 19, 2023 10:20 am
  • Updated:May 19, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই বউমা আলিয়া ভাট কিনেছেন দামী অ্যাপার্টমেন্ট এবার শাশুড়ি নীতু সিংয়ের পালা। হ্য়াঁ, মুম্বইয়ের বান্দ্রায় এক বিশাল অ্য়াপার্টমেন্ট কিনলেন নীতু সিং। যার দাম ১৭.৪ কোটি টাকা! সানটেক রিয়্যালিটির ৭ নম্বর তলায় নীতুর এই ফ্ল্যাটটি ৩,৩৮৭ স্কোয়্যার ফিটের। সুবিধা রয়েছে ৩ টি গাড়ি পার্ক করারও। সব মিলিয়ে নীতুর এই ফ্ল্য়াট কিন্তু বিলাসবহুল।

[আরও পড়ুন: Cannes-এর রেড কার্পেটে ভ্রান্তিবিলাস, উর্বশীকে ঐশ্বর্য বলে ডাক! ‘হোমওয়ার্ক করুন..’ উড়ল কটাক্ষ]

প্রসঙ্গত, স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহার সঙ্গে দিব্যি সংসার করছেন আলিয়া ভাট। ধীরে ধীরে স্বপ্নের মতো করে গুছিয়ে নিচ্ছেন ঘর-বাড়ি। আর এবার তো নিজেকে যেন আরও মেলে ধরতে চলেছেন তিনি। সেই কারণেই মুম্বইয়ের পালি হিল এলাকায় ৩৭.৮০ কোটি টাকা দিয়ে একটি অ্য়াপার্টমেন্ট কিনে ফেললেন আলিয়া। শুধু কী তাই, সেই অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্য়াট উপহার দিলেন বোন শাহিন ভাটকে।

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আলিয়ার এই অ্যাপার্টমেন্ট প্রায় ২,৪৯৭ স্কোয়ার ফিট। আলিয়া এটি নিজের নামে নয়, বরং এটি কিনেছেন তাঁর প্রোডাকশন হাউস ইটারনাল সানসাইন প্রোডাকশনের নামে। এপ্রিল মাসের ১০ তারিখ আলিয়ার নতুন বাড়ি রেজিস্ট্রার হয়েছে।

[আরও পড়ুন: জিম করতে গিয়ে অঘটন! ছবি পোস্ট করে সলমন লিখলেন, ‘টাইগার জখমি হ্যায়!’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement