Advertisement
Advertisement

Breaking News

Neel Trina

‘বোকা সোডা’ গানের পর এবার বড়পর্দায় নীল-তৃণা জুটি, কবে আসছে ‘তিলোত্তমা’?

প্রকাশ্যে টিজার।

Neel Trina first movie teaser out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 24, 2024 5:03 pm
  • Updated:January 24, 2024 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নুসরত-যশের ‘সেন্টিমেন্টাল’ ছবিতে আইটেম নাম্বার ‘বোকা সোডা’-তে নজর কেড়েছেন টলিউডের জনপ্রিয় জুটি নীল-তৃণা। আর এবার নীল-তৃণা তৈরি তাঁদের প্রথম ছবি ‘তিলোত্তমা’ নিয়ে। ছবির পরিচালক সৌম্যজিৎ আদক।

তা কী গল্প বলবে এই ছবি?

Advertisement

এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। এর পাশাপাশি সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। একজন মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। বড় পর্দায় একসঙ্গে রয়েছেন তাঁরা তবে পর্দায় জুটি বাঁধছেন না বাস্তবের দম্পতি। এমনকী একসঙ্গে স্ক্রিনে দেখাও যাবে না তাঁদের।

[আরও পড়ুন: অশুচি মিলনে বাড়ছে জরায়ুমুখের ক্যানসার? কীভাবে হবে রক্ষা? জানালেন বিশেষজ্ঞ]

নীল ও তৃণা ছাড়াও এই ছবিতে আরও দুই বিশেষ চরিত্রে রয়েছে ঋতব্রত ও রাই। নীল-তৃণার প্রেম না থাকলেও প্রেমের ছোঁয়া রয়েছে ঋতব্রত ও রাইয়ের চরিত্রে। ঋতব্রত এক জন অ্যাকাউন্ট্যান্ট, তাঁর লিভ ইন পার্টনার রাই। পেশায় সে একজন কস্টিউম স্টাইলিস্ট। এছাড়াও ছবিতে রয়েছেন রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার, রূপদিপ্তা মুখোপাধ্যায়, আকর্ষিণী সেঠ (শিশু অভিনেতা) সহ আরও অনেকে। এই সব কটা চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে, কীভাবে জীবনের চড়াই উতরাই পেরিয়ে আসে, এই আশ্রমের শ্যামাপদ বাবু কীভাবে সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করে, সেই নিয়েই তিলোত্তমার গল্প। “অঞ্জনা প্রেজেন্টস” এর প্রযোজনাতে বড়োপর্দায় মুক্তি পাবে এই ছবি “তিলোত্তমা”।

[আরও পড়ুন: সরকারি হাসপাতালে আরও বেশি অস্থি অস্ত্রোপচারের লক্ষ্য, স্বাস্থ্যসাথীর নিয়মে বদল আনছে স্বাস্থ্য দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement