সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Sigh Rajput) মৃত্যুর প্রায় ১০ মাস পর চার্জশিট পেশ করল এনসিবি বা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। বলিউড অভিনেতার মৃত্যুর ঘটনার পরেই তদন্তে উঠে এসেছিল মাদক যোগের বিষয়টি। সেই যোগ খতিয়ে দেখে শুক্রবার মুম্বইয়ের বিশেষ আদালতে প্রায় ১২ হাজার পাতার চার্জশিট পেশ করেছে এনসিবি।
Mumbai: Narcotics Control Bureau files charge sheet in Sushant Singh Rajput related drug case in Special NDPS court
Chargesheet names 33 accused & statements of 200 witnesses. More than 12,000 pages in hard copy &about 50,000 pages in digital format submitted in court today: NCB
— ANI (@ANI) March 5, 2021
প্রায় ২০০ জনের সাক্ষী নিয়ে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী-সহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে চার্জশিটে। হার্ড-কপির পাশাপাশি বিশেষ আদালতে ডিজিটাল ফরম্যাটে জমা পড়েছে ৫০ হাজার পাতার চার্জশিট। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে এমনটাই।
Mumbai: Narcotics Control Bureau to file charge sheet in Sushant Singh Rajput related drug case in Special NDPS court today. Actor Rhea Chakraborty, her brother and others are accused in the case
— ANI (@ANI) March 5, 2021
সুশান্ত মামলায় মাদক যোগের বিষয়টি প্রথম সামনে আনেন ইডি-র (Enforcement Directorate) আধিকারিকরা। আগষ্টে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও ভাই সৌভিক ও প্রয়াত অভিনেতার প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়ন্তী সাহা, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডার হোয়াটঅ্যাপ চ্যাট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলিউডে। প্রেমিকা রিয়া যে প্রয়াত অভিনেতা সুশান্তকে মাদক সরবরাহ করতেন, সেই বিষয়টি চলে আসে প্রকাশ্যে। এরপরেই তদন্তভার চলে যায় এনসিবির হাতে। শীর্ষ আধিকারিকরা তল্লাশি অভিযান চালান অভিযুক্তদের বাড়িতে। এমনকী জেলে যেতে হয় রিয়া ও তাঁর ভাই সৌভিক-সহ রূপোলি পর্দার একাধিক তারকাকে। যদিও বর্তমানে তাঁরা সকলেই জামিনে মুক্ত রয়েছেন।
২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। মাত্র ৩৪ বছর বয়সে সুশান্তের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয় বলিউডে। স্বজনপোষণ নিয়ে চলতে থাকে তোপ, পাল্টা তোপও। উঠে আসে মাদক যোগের বিষয়টিও। সেই ঘটনার প্রায় ৬ মাস পর মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছেন এনসিবি আধিকারিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.