Advertisement
Advertisement

Breaking News

Sushant Singh Rajput

সুশান্ত মামলায় মাদক যোগ, রিয়া চক্রবর্তী-সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনসিবির

আদালতের রায়ের অপেক্ষায় দেশবাসী।

NCB to file12,000-page charge sheet in Sushant Singh Rajput drugs case | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:March 5, 2021 4:45 pm
  • Updated:March 5, 2021 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Sigh Rajput) মৃত্যুর প্রায় ১০ মাস পর চার্জশিট পেশ করল এনসিবি বা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। বলিউড অভিনেতার মৃত্যুর ঘটনার পরেই তদন্তে উঠে এসেছিল মাদক যোগের বিষয়টি। সেই যোগ খতিয়ে দেখে শুক্রবার মুম্বইয়ের বিশেষ আদালতে প্রায় ১২ হাজার পাতার চার্জশিট পেশ করেছে এনসিবি।

প্রায় ২০০ জনের সাক্ষী নিয়ে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী-সহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে চার্জশিটে। হার্ড-কপির পাশাপাশি বিশেষ আদালতে ডিজিটাল ফরম্যাটে জমা পড়েছে ৫০ হাজার পাতার চার্জশিট। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে এমনটাই।

[আরও পড়ুন: রবিবার মোদির ব্রিগেডে থাকছেন মিঠুন চক্রবর্তী! বিজেপির প্রস্তাবে ‘সম্মতি’ অভিনেতার]

সুশান্ত মামলায় মাদক যোগের বিষয়টি প্রথম সামনে আনেন ইডি-র (Enforcement Directorate) আধিকারিকরা। আগষ্টে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও ভাই সৌভিক ও প্রয়াত অভিনেতার প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়ন্তী সাহা, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডার হোয়াটঅ্যাপ চ্যাট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলিউডে। প্রেমিকা রিয়া যে প্রয়াত অভিনেতা সুশান্তকে মাদক সরবরাহ করতেন, সেই বিষয়টি চলে আসে প্রকাশ্যে। এরপরেই তদন্তভার চলে যায় এনসিবির হাতে। শীর্ষ আধিকারিকরা তল্লাশি অভিযান চালান অভিযুক্তদের বাড়িতে। এমনকী জেলে যেতে হয় রিয়া ও তাঁর ভাই সৌভিক-সহ রূপোলি পর্দার একাধিক তারকাকে। যদিও বর্তমানে তাঁরা সকলেই জামিনে মুক্ত রয়েছেন।

২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। মাত্র ৩৪ বছর বয়সে সুশান্তের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয় বলিউডে। স্বজনপোষণ নিয়ে চলতে থাকে তোপ, পাল্টা তোপও। উঠে আসে মাদক যোগের বিষয়টিও। সেই ঘটনার প্রায় ৬ মাস পর  মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছেন এনসিবি আধিকারিকরা।

[আরও পড়ুন: প্রশাসনের ‘চাপে’ বন্ধ ঋতব্রতর নাটকের শো! সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement