Advertisement
Advertisement

Breaking News

Aryan Khan

চাকরি গেল আরিয়ান খান মাদক মামলায় জড়িত এনসিবি অফিসারের

২০২১ সালে এই অফিসারের হাতেই আটক হন আরিয়ান।

NCB officer involved in Aryan Khan drugs case dismissed from service in separate matter| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 9, 2023 1:44 pm
  • Updated:May 9, 2023 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাসপেন্ড করা হয়েছিল আগেই। এবার চাকরিটাই হারালেন শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় তদন্তকারী আধিকারিকদের মধ্য়ে অন্যতম বিশ্ব বিজয় সিং। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর চাকরি থেকে সরানো হল এই অফিসারকে।

২০২১ সালে কর্ডেলিয়া ক্রুজে যে অভিযান চলানো হয়, যেখান থেকে আটক করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁর অন্যতম অংশ ছিলেন এসপি পদমর্যাদার আধিকারিক বিশ্ব বিজয় সিংহ।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় নিষিদ্ধ হওয়ার পরেই উত্তরপ্রদেশে করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি’, ছবি দেখবেন যোগী]

২০২১ সালে অক্টোবর মাসে মাদকচক্রে জড়িয়ে পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক কাণ্ডে জড়িয়ে প্রায় ২৬ দিন হাজতবাসও করেছিলেন তিনি। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। সমস্ত শুটিং বাতিল করে ছেলেকে জামিন পাওয়ানোর জন্যই শত চেষ্টা করছিলেন শাহরুখ। এমনকী, মাদক কাণ্ডে ছেলের জেল হওয়ায় নিজেকে ঘরেই বন্দি করে ফেলেছিলেন তিনি। নিজের জন্মদিনেও বাড়ির বারান্দা থেকে অনুরাগীদের দেখা দেননি বলিউড বাদশা। শেষমেশ আরিয়ান জামিন পান।

[আরও পড়ুন: ‘বিরোধিদের মুখগুলো চেনা চেনা লাগছে!’ ‘দ্য কাশ্মীর ফাইলসে’র স্মৃতি ফেরালেন অনুপম খের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement