Advertisement
Advertisement
Sameer Wankhede

‘সত্যমেব জয়তে’ বলে ঢোকেন, আরিয়ান কাণ্ডে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সমীর ওয়াংখেড়েকে

শনিবার সকাল ১০.১৫ নাগাদ সিবিআই অফিসে পৌঁছান প্রাক্তন এনসিবি কর্তা।

NCB chief Sameer Wankhede questioned By CBI For Over 5 Hours | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 20, 2023 7:59 pm
  • Updated:May 20, 2023 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সত্যমেব জয়তে’ বলে ঢুকেছিলেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (CBI) অফিসে। অভিযোগ, আরিয়ান খানের (Aryan Khan) গ্রেপ্তারি মামলায় ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল হেড সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede)।

Sameer

Advertisement

২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবি হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। ওয়াংখেড়ের নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান। পরে পেয়ে যান ক্লিনচিট।

[আরও পড়ুন: ‘অতি জঘন্য, কেঁদে ফেলেছি!’ অরিজিতের গলায় ‘আজ ফির তুম পে’-র রিমিক্সে ক্ষোভ অনুরাধার ]

কিন্তু এবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই (CBI)। তাঁর আরও দুই সরকারি কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ২৯টি স্থানে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সিবিআইয়ের অভিযোগ, সমীর ওয়াংখেড়ে শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন এই মামলার নিষ্পত্তির জন্য। সিবিআই জানিয়েছে, একথা জানাতে পারা গিয়েছে এনসিবির আরেক অফিসার কেপি গোসাবির দেওয়া বয়ান থেকেই। এই কেপি গোসাবির সঙ্গেই আরিয়ান খানের সেলফি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

NCB's Sameer Wankhede

জানা গিয়েছে, শনিবার সকাল ১০.১৫ নাগাদ সিবিআইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে যান সমীর ওয়াংখেড়ে। ঢোকার মুখে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি শুধু একটিই কথা বলেন ‘সত্যমেব জয়তে’। বিকেল সাড়ে চারটে নাগাদ সিবিআউ অফিস থেকে বেরোন ওয়াংখেড়ে। মাঝে শুধু আধ ঘণ্টার জন্য লাঞ্চ ব্রেক পেয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: ‘নেশায় চুর হয়ে প্রতিরাতেই মারধর করত’, বিস্ফোরক অভিযোগ নোবেলের স্ত্রীর]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement