Advertisement
Advertisement

Breaking News

Nawazuddin Siddiqui

নওয়াজউদ্দিনের জন্য দুবাইয়ে আটকে, জুটছে না খাবার! বিস্ফোরক অভিনেতার পরিচারিকা

ব্যক্তিগত জীবনের জটিলতার জন্য বারবার খবরের শিরোনামে নওয়াজউদ্দিন সিদ্দিকি।

Nawazuddin Siddiqui’s house help says she's stranded in Dubai | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 19, 2023 8:44 pm
  • Updated:February 19, 2023 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ব্যক্তিগত জীবনের জটিলতার জন্য খবরের শিরোনামে নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর পরিচারিকা। নওয়াজের জন্যই দুবাইয়ে আটকে রয়েছেন তিনি। জুটছে না খাওয়াদাওয়াও।

নওয়াজের সঙ্গে তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্কের তিক্ততা এখন সকলেই জেনে গিয়েছেন। সম্প্রতি আলিয়ার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার। তাই নিয়েই চরমে পৌঁছায় ঝামেলা। তারই মধ্যে আবার দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হন নওয়াজ ঘরনি আলিয়া। দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ অভিনেতা। এইসবের মাঝেই এবার পরিচারিকার একাধিক অভিযোগে বিদ্ধ নওয়াজ।

Advertisement

[আরও পড়ুন: ‘কালী মা’র দিব্যি, কিছু জানা নেই’, স্বামীর গ্রেপ্তারির পরেও নির্বিকার তাপস ঘরনি সন্ধ্যা]

আলিয়ার আইনজীবীই নওয়াজের পরিচারিকা স্বপ্না রবিন মাসির সমর্থনে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, কাঁদতে কাঁদতে নিজের দুর্দশার কথা জানাচ্ছেন স্বপ্না। বলেন, নওয়াজের জন্য দুবাইয়ে আটকে পড়েছেন তিনি। তাঁকে বেতন দেওয়া হচ্ছে না। এমনকী ঠিকমতো খাওয়াদাওয়াও পাচ্ছেন না।

স্বপ্নার আরও অভিযোগ, কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে তাঁকে চাকরি দিয়েছিলেন নওয়াজ। কিন্তু আদতে ছেলে-মেয়েদের দেখভালের ভার তুলে দেন স্বপ্নার কাঁধে। এককথায়, নওয়াজের দুবাইয়ের বাড়িতে আয়ার কাজ করেন স্বপ্না। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন তিনি। আর তাই আইনজীবী রিজওয়ান টুইট করে ভারত সরকার ও দুবাইয়ের ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন। নওয়াজের ‘বেড়াজাল’ থেকে মুক্তির খোঁজে দিন গুনছেন স্বপ্না। যদিও এ নিয়ে অভিনেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: বিশ্রী পারফরম্যান্সের পরও বাকি ২ টেস্টে ভারতীয় দলে রাহুল, ঘোষিত ওয়ানডে স্কোয়াডও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement