Advertisement
Advertisement

মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘বাবুমশাই বন্দুকবাজ’

জানেন কোন ওয়েবসাইটে দেখা যাচ্ছে ছবিটি?

Nawazuddin Siddiqui’s ‘Babumoshai Bandookbaaz’ leaked online!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2017 2:23 pm
  • Updated:May 20, 2023 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাবুমশাই বন্দুকবাজ’ নিয়ে সমস্যা যেন মিটতেই চাইছে না। বহিষ্কৃত সিবিএফসি প্রধান পহেলাজ নিহালানি ছবির ৪৮টি দৃশ্যতে কাঁচি চালিয়েছিলেন। সেই জল অনেক দূর গড়ায়। যার জেরেই বরখাস্ত করা হয় পহেলাজকে। সেসব সমস্যা কাটিয়ে ‘A’ সার্টিফিকেট গায়ে চাপিয়ে শেষমেশ শুক্রবার মুক্তি পাবে নওয়াজউদ্দিন সিদিক্কি অভিনীত ছবিটি। আর ঠিক তার আগে ঘটল আরেকটি কাণ্ড। শোনা যাচ্ছে, মুক্তি পাওয়ার আগেই গোটা ছবিটি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

[জয়ার মতো হুবহু দেখতে, জানেন ইনি কে?]

এক সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবারই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে ‘বাবুমশাই বন্দুকবাজ’। বিভিন্ন বেআইনি ওয়েবসাইটে ছবিটি দেখা যাচ্ছে। যদিও তার প্রিন্ট অত্যন্ত নিম্নমানের। স্বাভাবিকভাবেই মাথায় হাত পরিচালক কুশন নন্দীর। ছবি নিয়ে যা উত্তেজনা, যেভাবে বিভিন্ন শহরে গিয়ে নায়ক-নায়িকা নওয়াজ ও বিদিতা বাগ ছবির প্রচার করেছেন, তাতে আন্দাজ করা হয়েছিল, মুক্তির প্রথম দিন বক্স অফিসে অন্তত দু’কোটি টাকার ব্যবসা করবে ছবি। কিন্তু তার আগেই তা অনলাইনে চলে আসায় অনেকেই আর হলমুখী হবেন না বলেই ধারণা নির্মাতাদের। ফলে ব্যবসায় বড়সড় ধাক্কা লাগতে চলেছে।

Advertisement

Babumoshai-Song

[শাসনের চোটে নাজেহাল শিশু, কী সাফাই অভিভাবকদের?]

ছবিতে বেশ সাহসী দৃশ্যে নওয়াজের সঙ্গে দেখা গিয়েছে বাঙালি অভিনেত্রী বিদিতাকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা ছিল তুঙ্গে। বড়পর্দায় নতুন জুটির কেমিস্ট্রি কেমন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলও রয়েছে। এদিকে, ২৫ আগস্টই মুক্তি পাচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘আ জেন্টলম্যান’। ফলে প্রতিযোগিতা নেহাত সহজ নয়। আর তারই মধ্যে ছবি ফাঁস হওয়ায় বেশ বিপাকে বাবুমশাই।

Babumoshai-Nawaz

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement