সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে পরিচালকের সঙ্গে কাজ করে রাতারাতি বলিউডের পরিচালক-প্রযোজকদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন, তাঁর ধমকের জেরেই কিনা সারারাত দু’ চোখের পাতা এক করতে পারেননি নওয়াজউদ্দিন সিদ্দিকি!
অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। সেই সিনেমার শুটিংয়ের সময়কার ঘটনা। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সেই সময়ে দুই হলিউড তারকা আল পাচিনো এবং রবার্ট দ্য নিরোকে ভীষণভাবে অনুসরণ করতেন তিনি। এতটাই অনুপ্রেরণা পেয়েছিলেন যে রাতদিন তাঁদের নকল করার চেষ্টা করতেন নওয়াজ। সেখানেই ঘটে বিপত্তি!
তিন-চার মাস ধরে এরকমই চলছিল। নওয়াজউদ্দিনের প্রশিক্ষকও তাঁকে বারণ করেছিলেন হলিউড তারকাদের অনুসরণ করতে। অভিনেতা জানান, “‘গ্যাংস অফ ওয়াসেপুর’ -এর শুটিংয়ের প্রথম দিনে আমি পুরো আল পাচিনোর মতো আচরণ করছিলাম। এমনকী ওঁর মতো কথাও বলছিলাম। সেদিন রাতেই অনুরাগ কাশ্যপ আমাকে মারাত্মক ধমক দেন। প্রচণ্ড বকা-ঝকা করে বলেন, এত্ত আল পাচিনোর মতো আচরণ করার কী আছে! তারপরই আমার হুঁশ ফেরে। অনুরাগের বকুনি খেয়ে সারা রাত ঘুমোতে পারিনি আমি। সমস্ত আচার আচরণ ঝেড়ে ফেলে পরদিন সেটে আদ্যোপান্ত নওয়াজ হয়েই ফিরেছিলাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.