Advertisement
Advertisement

Breaking News

Nawazuddin Siddiqui Anurag Kashyap

অনুরাগ কাশ্যপের কাছে ঘাড় ধাক্কা, ধমক খেয়ে রাতের ঘুম উড়ে গিয়েছিল নওয়াজউদ্দিনের

কেন পরিচালকের কাছে বকুনি খেয়েছিলেন অভিনেতা?

Nawazuddin Siddiqui says Anurag Kashyap scolded him on first day of Gangs of Wasseypur | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 26, 2023 6:21 pm
  • Updated:June 26, 2023 6:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে পরিচালকের সঙ্গে কাজ করে রাতারাতি বলিউডের পরিচালক-প্রযোজকদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন, তাঁর ধমকের জেরেই কিনা সারারাত দু’ চোখের পাতা এক করতে পারেননি নওয়াজউদ্দিন সিদ্দিকি!

অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। সেই সিনেমার শুটিংয়ের সময়কার ঘটনা। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সেই সময়ে দুই হলিউড তারকা আল পাচিনো এবং রবার্ট দ্য নিরোকে ভীষণভাবে অনুসরণ করতেন তিনি। এতটাই অনুপ্রেরণা পেয়েছিলেন যে রাতদিন তাঁদের নকল করার চেষ্টা করতেন নওয়াজ। সেখানেই ঘটে বিপত্তি!

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে ৩ কোটির ল্যাম্বরগিনি, বিমানের ইকোনমি ক্লাসে কার্তিক! ছবি হিট করানোর ফর্মূলা?]

তিন-চার মাস ধরে এরকমই চলছিল। নওয়াজউদ্দিনের প্রশিক্ষকও তাঁকে বারণ করেছিলেন হলিউড তারকাদের অনুসরণ করতে। অভিনেতা জানান, “‘গ্যাংস অফ ওয়াসেপুর’ -এর শুটিংয়ের প্রথম দিনে আমি পুরো আল পাচিনোর মতো আচরণ করছিলাম। এমনকী ওঁর মতো কথাও বলছিলাম। সেদিন রাতেই অনুরাগ কাশ্যপ আমাকে মারাত্মক ধমক দেন। প্রচণ্ড বকা-ঝকা করে বলেন, এত্ত আল পাচিনোর মতো আচরণ করার কী আছে! তারপরই আমার হুঁশ ফেরে। অনুরাগের বকুনি খেয়ে সারা রাত ঘুমোতে পারিনি আমি। সমস্ত আচার আচরণ ঝেড়ে ফেলে পরদিন সেটে আদ্যোপান্ত নওয়াজ হয়েই ফিরেছিলাম।”

[আরও পড়ুন: হোয়াইট হাউসে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে মোদিকে স্বাগত, মুম্বইয়ে বসে ‘চিয়ারলিডার’ শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement