Advertisement
Advertisement
Nawazuddin Siddiqui

‘সিনেমা কোথায়? শুধুই তো চমক!’ ‘কেজিএফ’, ‘পুষ্পা’র মতো ছবি নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকি

দক্ষিণী ছবির বক্স অফিস সাফল্য একেবারেই মেনে নিতে পারছেন না নওয়াজ।

Nawazuddin Siddiqui said that big-budget films are dazzling & create awe and shock
Published by: Akash Misra
  • Posted:April 26, 2022 2:19 pm
  • Updated:April 26, 2022 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ছবির দাপটে বলিউড ছবির অবস্থা বেশ খারাপ! অন্তত, বক্স অফিসের সমীক্ষা তেমনটাই বলছে। সেই ‘বাহুবলি’ (Bahubali) থেকে শুরু। তারপর ‘পুষ্পা’ (Pushpa), ‘আর আর আর’ (R R R) ছবি। এখন তো বক্স অফিসে ঝড় তুলছে দক্ষিণের আরেক ছবি ‘কেজিএফ ২’ (KGF)। সব মিলিয়ে দক্ষিণী ছবির ম্যাজিকে বুঁদ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। তবে দক্ষিণের এই বিগ বাজেটের ছবি নিয়ে মোটেই খুশি নন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁর কথায়, ‘এগুলো কোনও সিনেমাই নয়, শুধুই চমক!’ সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে দক্ষিণী ছবির বাড়াবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নওয়াজ (Nawazuddin Siddiqui )।

কী বললেন অভিনেতা?

Advertisement

নওয়াজের কথায়, অল্প বাজেটের ভাল ছবি সিনেমা হলে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কঠিন লড়াই করতে হয়। বড় বাজেটের ছবি মুক্তি পেলে, ভাল ছবি হওয়া সত্ত্বেও সেই ছবি সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হয়।

[আরও পড়ুন: এবার দক্ষিণী ছবির হিন্দি রিমেকে অক্ষয় কুমার, ছবির নাম ঠিক করে দিতে বললেন অনুরাগীদেরই]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nawazuddin Siddiqui (@nawazuddin._siddiqui)

দক্ষিণী ছবির নাম না করেই নওয়াজ (Nawazuddin Siddiqui ) এই সাক্ষাৎকারে বলেন, যে সব ছবি এখন বক্স অফিসে ঝড় তুলছে, সেগুলো আসলে একটা চমক। এসব সিনেমা একেবারেই অন্তঃসারশূন্য। ওটিটির প্রশংসা করে নওয়াজ জানান, ভাগ্যিস ওটিটি ছিল। তাই ‘কোডা’, ‘কিং রিচার্ড’-এর মতো ভাল ছবি আমরা দেখতে পাচ্ছি। না হলে, এই চমকই শুধু দেখতে হত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nawazuddin Siddiqui (@nawazuddin._siddiqui)

[আরও পড়ুন: বলিউডে ডেবিউ করতে চলেছেন শচীনকন্যা সারা! জল্পনা তুঙ্গে]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement