Advertisement
Advertisement

Breaking News

‘ক্রিকেটার’ রণবীরের কোচ হচ্ছেন নওয়াজ! ব্যাপারটা কী?

খবর কিন্তু এমনটাই৷

Nawazuddin Siddiqui likely to play Ranveer Singh’s coach in Kapil Dev biopic '83
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2018 9:08 pm
  • Updated:June 3, 2019 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই অভিনেতার অভিনয়ই সিনেপ্রেমীদের মন ভরিয়েছে বারবার৷ একজন খিলজি হয়ে রাঙিয়ে দিয়েছেন দর্শকদের তো অন্যজন সিরিয়াল কিলার হয়ে ভয় দেখিয়েছেন৷ তবে দুই অভিনেতা এখনও অনস্ক্রিনে একসঙ্গে দেখা যায়নি৷ সেই অপেক্ষা হয়তো এবার শেষ হতে চলেছে৷ বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবের বায়োপিকেই বড়পর্দায় জুটি বাঁধতে পারেন রণবীর সিং এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি৷

[হেনস্তার শিকার আয়েশা টাকিয়া, টুইটারে অভিযোগ স্বামীর]

১৯৮৩ সালটা প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের বছর৷ সে বছরই কপিল পাজির নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া৷ বিশ্ব ক্রিকেটের মানচিত্রে উজ্জ্বল হয়েছিল ভারতের নাম৷ ইতিহাসের পাতা ঘেঁটে সেই স্মৃতিই এবার রুপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক কবীর খান৷ আর কপিল দেবের বায়োপিক ‘৮৩-তেই মুখ্য চরিত্রে দেখা যাবে ভার্সাটাইল অভিনেতা রণবীরকে৷ একটি ইংরাজি ম্যাগাজিনের খবর অনুযায়ী, এই ছবিতে রণবীরের ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করতে চলেছেন নওয়াজ৷ এ খবর যদি সত্যি হয়, তাহলে, ‘বজরঙ্গি ভাইজান’-এর পর ফের জুটি বাঁধতে চলেছেন কবীর ও নওয়াজ৷ যদিও এ ব্যাপারে পরিচালক এখনও কোনও মন্তব্য করেননি৷

Advertisement

[ক্যানসারে ভুগছেন সোনালি, ইনস্টাগ্রাম পোস্টে লড়াইয়ের কথা জানালেন অভিনেত্রী]

আগামী বছর আগস্টে মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক৷ শোনা যাচ্ছে, ভারতীয়দের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা মাথায় রেখেই রিয়েল লোকেশনেই হবে ছবির শুটিং৷ অর্থাৎ যে লর্ডসে দাঁড়িয়ে ১৯৮৩ সালে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিল কপিল অ্যান্ড কোম্পানি, সেই স্মৃতিকে একই লোকেশনেই হুবহু তুলে ধরা হবে৷ এর আগেও ক্রীড়াদুনিয়া এবং ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য নিয়ে ছবি তৈরি হয়েছে৷ ভারতীয় হকির উপর তৈরি দুটি ছবি মুক্তি পাবে চলতি বছরই৷ দলজিৎ দোসাঞ্জের ‘সুরমা’ এবং অক্ষয় কুমারের ‘গোল্ড’৷ এছাড়া ক্রিকেট দুনিয়ার তিন তারকা মহেন্দ্র সিং ধোনি, আজহারউদ্দিন এবং শচীন তেণ্ডুলকরের জীবনকাহিনি ইতিমধ্যেই বড়পর্দায় ফুটে উঠেছে৷ এবার বিশ্বজয়ী নেতার নানা অজানা কিসসা জানতে মুখিয়ে দর্শকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement