Advertisement
Advertisement

Breaking News

National Film Awards 2023 Live Updates

জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী আলিয়া-কৃতী স্যানন, তালিকায় ‘পুষ্পা’রাজ আল্লু অর্জুনের

'পুষ্পা' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন আল্লু অর্জুন। 

National Film Awards 2023 Alia Bhatt, Kriti Shannon and Allu Arjun won best Actors award| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 24, 2023 5:57 pm
  • Updated:August 24, 2023 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা হল ৬৯ জাতীয় পুরস্কার। সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন আলিয়া ভাট ও কৃতী স্যানন। গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন আলিয়া। অন্যদিকে, মিমি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কৃতী স্যানন। জাতীয় পুরস্কারে পুষ্পা ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন আল্লু অর্জুন।

একনজরে জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা-  

Advertisement

সেরা হিন্দি ছবি- সর্দার উধম
সেরা পরিচালক- নিখিল মহাজন (গোদাবরী)
সেরা অভিনেতা- আল্লু অর্জুন (পুষ্পা)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), কৃতী স্যানন (মিমি)
সেরা সহ-অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠী (মিমি)
সেরা সহ-অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা চিত্রনাট্য- গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি
সেরা বাংলা ছবি- কালকক্ষ
সেরা ফিচার ছবি- রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন)
স্পেশ্যাল জুরি- শেরশাহ (বিষ্ণু বর্ধন)
সেরা সিনেম্যাটোগ্রাফার- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল
সেরা গায়ক- কালা ভৈরব
সেরা সংগীত পরিচালক- এমএম কিরাবাণী (আরআরআর)
সেরা স্টান্ট কোরিওগ্রাফ- কিং সোলেমন (আরআরআর)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement