সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৯ তম জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ছবি কালকক্ষ। ২০২২ সালে যখন এই ছবি মুক্তি পায়, তখন সিনেমা হলে বেশিদিন দেখা যায়নি। এমনকী, নন্দন থেকেও এই ছবিকে সরিয়ে দেওয়া হয়। তবে জাতীয় পুরস্কারই যেন ম্যাজিকের মতো কাজ করল। যে ছবিকে একসময় হল পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছিল। সেই ছবিই আবার মুক্তি পাচ্ছে। হ্য়াঁ, ১ সেপ্টেম্বর থেকে ফের শহরের প্রেক্ষাগৃহে দেখা যাবে কালকক্ষ।
সংবাদ প্রতিদিনের তরফ থেকে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল পরিচালক শর্মিষ্ঠা মাইতির সঙ্গে। তিনি জানান, ”হ্য়াঁ, আবার মুক্তি পাচ্ছে এই ছবি। তবে এখনও হলের তালিকা পাইনি। সেটা পেলে আরও ভালভাবে জানতে পারব, কোথায় কোথায় ছবিটা দেখানো হবে। কটা শো পাচ্ছে। এই ছবি ফের মুক্তি পাওয়ায় আবার দর্শকরা ছবিটা দেখার সুযোগ পাবে এটা ভেবে ভাল লাগছে। আমরা সত্যিই খুব খুশি।”
শর্মিষ্ঠার কথায়, ”হলে মুক্তি পাওয়ার পর আমরা এই ছবি ওটিটিতে মুক্তি পাওয়ার কথাও ভাবছি। এমনকী, স্য়াটেলাইট সত্ত্ব নিয়েও ভাবছি। এর ফলে গোটা দুনিয়ার মানুষ ছবিটা দেখার সুযোগ পাবে। ”
অতিমারী ছবি মুক্তিতে যেমন বিঘ্ন ঘটিয়েছে, এই ছবির বিষয়ের সঙ্গেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে অতিমারী-ক্লান্ত সময় এবং একঘরে-বিচ্ছিন্ন মানুষের জীবন। কালকক্ষ বেশ এক্সপিরিমেন্টাল ফিল্ম, বিষয়-ভাবনা চমৎকার।
প্যানডেমিকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছবির চিত্রনাট্য। বিধ্বস্ত মানুষের জীবন, তাদের অসহায়তা, মারণ রোগের প্রকোপ এবং চিকিৎসকদের অনিবার্য ভূমিকা টাইমলুপে মোড়া ছবির কাহিনির প্রাথমিক বিষয়। লকডাউনে ঠিক যেটা হয়েছিল আমাদের, ঘরে বন্দি থাকতে থাকতে দিন-সময়ের হিসেব ওলট-পালট হয়ে যাচ্ছিল, এই ছবিতে তার সুস্পষ্ট ছাপ রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.