সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার আক্রান্ত হয়ে পুণের এক হাসপাতালে ভরতি ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উত্তরা বাওকর (Uttara Baokar)। বয়স হয়েছিল ৭৯ বছর। মৃণাল সেনের ‘একদিন অচানক’-এর অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সিনে জগতে।
ন্যাশনাল স্কুল অফ ড্রামার কৃতী ছাত্রী উত্তরার অভিনয়ের হাতেখড়ি থিয়েটারে। এরপর গত শতাব্দীর নয়ের দশকে শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে টেলিভিশনে কেরিয়ারের সূত্রপাত। পরবর্তীকালে ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোরা কাগজ’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’র মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। টেলিভিশনের জোরেই ঘরে ঘরে চেনা মুখ হয়ে ওঠেন উত্তরা। অভিনয় করেছেন একাধিক হিন্দি এবং মরাঠি ছবিতেও। ‘রুক্মাবতী কি হাভেলি’, ‘সর্দারি বেগম’, ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় নজর কেড়েছিল দর্শকের।
Demise of Uttara Baokar Ji is an irreparable loss to Indian Film Industry. Deeply pained by her demise. ॐ शांति pic.twitter.com/nX0IMevO3P
— Manoj Joshi (@actormanojjoshi) April 12, 2023
অভিনয় শিল্পী হিসেবে একাধিক সম্মান পেয়েছেন উত্তরা বাওকর। মৃণাল সেনের ‘একদিন আচনক’-এ কাজের সুবাদে সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান পান তিনি। শেষমেশ কর্কট রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই কৃতী অভিনেত্রী।উত্তরার মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন ছোট ও বড় পর্দার একাধিক সহযোদ্ধা। অভিনেতা মনোজ জোশি টুইট করেছেন, “উত্তরা বাওকারজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে গভীরভাবে ব্যথিত। ॐ শান্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.