Advertisement
Advertisement
Pinaki Chaudhuri Death

দীপাবলির দিনই নক্ষত্রপতন, প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক পিনাকী চৌধুরী

'সংঘাত' ও 'বালিগঞ্জ কোর্ট' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

National awar wining director Pinaki Chaudhuri passes away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 24, 2022 2:58 pm
  • Updated:October 24, 2022 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের দিনই শোকের খবর। প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক পিনাকী চৌধুরী (Pinaki Chaudhuri)। প্রায় একমাস ধরে অসুস্থ ছিলেন ৮২ বছরের পরিচালক। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। গতকাল রাতেই বাড়িতে আনা হয়। সেখানেই সোমবার তিনি প্রয়াত হন।

Pinaki-Chaudhuri-0

Advertisement

লেকগার্ডেন্সে বাড়ি পিনাকী চৌধুরীর। পরিচালকের পরিবারের সদস্য জানান, এক মাস আগে থেকেই তাঁর শারীরিক সমস্যা শুরু হয়। তবে তখন তা তেমন গুরুতর ছিল না। পরিস্থিতি খারাপ হয় সপ্তাহ দু’য়েক আগে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৮২ বছরের পরিচালককে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই পিনাকীবাবুকে রবিবার রাতে লেকগার্ডেন্সে নিয়ে আসা হয়। সোমবার ভোর তিনটে পনেরো মিনিট নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন পরিচালক।

[আরও পড়ুন: ‘পুষ্পা’ সিনেমার সিক্যুয়েলে অভিনয় করবেন যিশু? জল্পনা তুঙ্গে]

শোনা যায়, খুবই ভাল তবলা বাজাতেন পিনাকীবাবু। একসময় পণ্ডিত রবিশংকরকেও সঙ্গ দিয়েছেন। সিনেমার জগতে তিনি প্রযোজক হিসেবে সফর শুরু করেছিলেন। তারপর পরিচালনা শুরু করেন। ১৯৮৩ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা অভিনীত ‘চেনা অচেনা’ ছবি পরিচালনা করেছিলেন পিনাকীবাবু। তাঁর পরিচালিত ছবিতেই কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘কাকাবাবু হেরে গেলেন?’। এ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

Bhaswar Pinaki

 

প্রথম জাতীয় পুরস্কার পিনাকী চৌধুরী পেয়েছিলেন নয়ের দশকে মুক্তি পাওয়া ‘সংঘাত’ সিনেমার জন্য। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘বালিগঞ্জ কোর্ট’ সিনেমার জন্য পান দ্বিতীয় জাতীয় পুরস্কার। এ ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, মিঠু চক্রবর্তী, তনুশ্রী শংকর, ভাস্বর চট্টোপাধ্যায়। পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভাস্বর। পুরনো ছবি শেয়ার করে পরিচালকের সঙ্গে শুটিং করার স্মৃতিচারণা করেন। জানান কতটা মজা হয়েছিল ছবির শুটিংয়ে।

[আরও পড়ুন: ‘বল্লভপুরের রূপকথা’র রিভিউ: মজাদার উপস্থাপনায় বাজিমাত পরিচালক অনির্বাণের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement