Advertisement
Advertisement
অ্যালেন গারফিল্ড

ফের করোনার বলি হলিউডে, প্রয়াত ‘দ্য স্টান্ট ম্যান’ খ্যাত অভিনেতা অ্যালেন গারফিল্ড

ফ্রান্সিস ফোর্ড কপোলা, উডি অ্যালেনের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি।

‘Nashville’ and ‘Conversation’ star Allen Garfield dies of COVID-19
Published by: Sandipta Bhanja
  • Posted:April 9, 2020 10:14 am
  • Updated:April 9, 2020 11:18 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক হলিউড অভিনেতার। প্রয়াত খ্যাতনামা হলিউড অভিনেতা অ্যালেন গারফিল্ড। যিনি কিনা সাতের দশকের বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর। উল্লেখ্য, অ্যালেন গারফিল্ডের ফিল্মি কেরিয়ারে ‘ন্যাশভিল’, ‘দ্য স্টান্ট ম্যান’-এর মতো একাধিক হলিউড ক্লাসিক ছবি রয়েছে।

অ্যালেন গারফিল্ডের মৃত্যুর খবর তাঁর সহ অভিনেতা রনি ব্লেকেলি-র সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়। রনি লেখেন, “অ্যালেন গারফিল্ডের আত্মার শান্তি কামনা করি। একজন অসাধারণ অভিনেতা, যিনি ন্যাশভিল ছবিতে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেন। বুধবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ওর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।” অ্যালেন গারফিল্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বোন লোউস গুরউইজ। তিনি জানিয়েছেন, মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন কান্ট্রি হাউস অ্যান্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Advertisement

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বব ডিলানের অন্যতম প্রিয় গীতিকার জন প্রিন]

প্রসঙ্গত, অ্যালেন গারফিল্ড তাঁর অভিনয় জীবনে ফ্রান্সিস ফোর্ড কপোলা (দ্যা কনভারসেশন), উডি অ্যালেন (বানানাজ)-এর মতো একাধিক জনপ্রিয় পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। উল্লেখ্য, অভিনয় জীবনে পা রাখার আগে অ্যালেন বক্সার হিসাবে খেলেছেন। শুধু তাই নয়, লেখালেখির প্রতি ভালবাসা এবং একজন খেলোয়ার হিসেবে ক্রীড়া সাংবাদিক হিসাবেও কাজ করেছেন অ্যালেন গারফিল্ড। নিউ ইয়র্কের অ্যাক্টর স্টুডিওতে অভিনয় নিয়ে পড়াশোনা করেন অ্যালেন। পরবর্তীকালে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন। ১৯৬৮ সালে ‘অর্গি গার্লস ৬৯’ ছবির মাধ্যমে  সিনেমার দুনিয়ায় পা রাখেন অ্যালেন গারফিল্ড। তাঁর প্রয়াণে শোকাহত তাঁর সহকর্মীরা। শোকপ্রকাশ করেছেন অনেকেই। প্রসঙ্গত, COVID-19 সংক্রমণের জেরে মার্কিন মুলুকে যেন মৃত্যু মিছিল লেগেছে। থামতেই চাইছে না কিছুতেই। বিগত এক মাসে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বহু নামকরা শিল্পীই। সেই তালিকাতেই এবার লেখা হল অ্যালেন গারফিল্ডের নামও।

[আরও পড়ুন: কথা রাখলেন, প্রতিশ্রুতিমতো বলিউডের দিনমজুরদের অ্যাকাউন্টে পৌঁছচ্ছে সলমনের অনুদান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement